AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anaya Bangar: ‘বেশ কিছু ক্রিকেটার নগ্ন ছবি পাঠিয়েছে, শুতে চেয়েছে’, বিস্ফোরণ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনায়ার

ছেলে থেকে মেয়ে হওয়া এতটাও সহজ নয়। তা প্রতি পদে পদে টের পেয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের সন্তান। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়ায় শেষে সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান থেকে অনায়া হয়েছেন।

Anaya Bangar: 'বেশ কিছু ক্রিকেটার নগ্ন ছবি পাঠিয়েছে, শুতে চেয়েছে', বিস্ফোরণ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনায়ার
ক্রিকেটাররা আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে... বিস্ফোরণ সঞ্জয় বাঙ্গারের ছেলে থেকে মেয়ে হওয়া সন্তান অনায়ার
| Updated on: Apr 18, 2025 | 12:11 PM
Share

কলকাতা: ছেলে থেকে মেয়ে হওয়া এতটাও সহজ নয়। তা প্রতি পদে পদে টের পেয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার সঞ্জয় বাঙ্গারের সন্তান। দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়ায় শেষে সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান থেকে অনায়া হয়েছেন। গত বছর এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছিল ক্রিকেট মহলে। ক্রিকেট খেলতেন অনায়া বাঙ্গার (Anaya Bangar)। সেই সময় তিনি আরিয়ান নামে পরিচিত ছিলেন। এ বার অনায়া জানিয়েছেন, একটা সময় তিনি চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন। শুধু তাই নয়, একাধিক ক্রিকেটার তাঁকে নগ্ন ছবি পাঠিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে ঘুমোনোর প্রস্তাবও দিয়েছেন।

সম্প্রতি Lallantop ইউটিউব চ্যানেলে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন সঞ্জয় বাঙ্গারের সন্তান অনায়া। ১২ বছর বয়সে ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন। সেই সময় আরিয়ান বাঙ্গার নামেই পরিচিত ছিলেন। খেলেছেন যশস্বী, সরফরাজদের মতো ক্রিকেটারদের সঙ্গে। এই প্রসঙ্গে অনায়া বলেন, ‘আমি বেশ কয়েকজন নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। অনূর্ধ্ব-১৪-র সময় মুশির খানের সঙ্গে খেলেছি। সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালদের সঙ্গেও খেলেছি। বাবা যেহেতু জনপ্রিয় এবং পরিচিত ব্যক্তি, তাই আমাকে নিজের সম্পর্কে জনগণের কাছে কিছুটা গোপনীয়তা বজায় রাখতে হত। ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতা ও টক্সিক পুরুষত্বে ভরা।’

অনায়াকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সতীর্থদের কি পাশে পেয়েছিলেন? তাঁর উত্তরে তিনি বলেন, ‘কেউ কেউ সমর্থন করেছিল। আবার হয়রানিও সইতে হয়েছে। বেশ কিছু ক্রিকেটার আমাকে তাঁদের নগ্ন ছবি পাঠিয়েছে।’

নাম না করে এক ব্যক্তিকে নিয়ে অনায়া বলেন, ‘আমার সতীর্থদের সামনে আমাকে তিনি গালি দিতেন। আবার ম্যাচের সময় আমার পাশে বসে আমার ছবি চাইতেন। আরও একটা ঘটনা মনে পড়ছে, সেই সময় আমি ভারতে ছিলাম। এক প্রবীণ ক্রিকেটারকে আমার তখনকার অবস্থার কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, ‘চলো গাড়িতে যাই। আমি তোমার সঙ্গে শুতে চাই।’

আচমকা নয়, ছেলেবেলাতেই সঞ্জয় বাঙ্গারের ছেলে আরিয়ান বুঝতে পেরেছিল, তাঁর ভেতরের সত্ত্বাটা আলাদা। সেই প্রসঙ্গে অনায়া বলেন, ‘যখন আমার ৮-৯ বছর বয়স ছিল, সেই সময় মায়ের আলমারি থেকে লুকিয়ে জামা নিয়ে পরতাম। আর আয়নায় নিজেকে দেখে বলতাম, আমি তো একটা মেয়ে। আমি মেয়ে হতে চাই।’

অনেক কষ্ট, যন্ত্রণা, লড়াই করে নিজের মহিলা সত্ত্বাকে আঁকড়ে এগিয়ে চলেছেন অনায়া। যার ফলে পছন্দের ক্রিকেট ছাড়তে হয়েছে। কারণ, আইসিসি ট্রান্সজেন্ডার মেয়েদের ক্রিকেটে নামার অনুমতি দেয়নি। যে কারণে আরিয়ান থেকে অনায়া হওয়া সঞ্জয় বাঙ্গারের সন্তান হতাশা লুকিয়ে রাখেননি।