Earnings per post on Instagram : ইনস্টা আয়ে কোহলিই ‘কিং’, নেইমার-এমবাপের থেকেও এগিয়ে

ইনস্টাগ্রাম থেকে আয়ের নিরিখে বিশ্বের জনপ্রিয় ফুটবলারদের পিছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। এই ফোটে এবং ভিডিয়ো শেয়ারিং অ্যাপ থেকে বিরাটের আয় জানলে চোখ কপালে উঠবে।

Earnings per post on Instagram : ইনস্টা আয়ে কোহলিই 'কিং', নেইমার-এমবাপের থেকেও এগিয়ে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2023 | 12:58 PM

কলকাতা : সোশ্যাল মিডিয়া এখন আয়ের বড় উৎস। ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আয় করেন বড় অংশের মানুষ। সাধারণ মানুষই নন, সেলিব্রিটিরাও ইনস্টাগ্রামকে আয়ের মাধ্য়ম হিসেবে বেছে নিয়েছেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) ব্র্যান্ড ভ্যালু আকাশছোয়াঁ। ইনস্টায় একটি পোস্ট বাবদ কোটি কোটি টাকা রোজগার করছেন তিনি। এই ফোটো এবং ভিডিয়ো শেয়ারিং অ্যাপ থেকে আয়ের নিরিখে বিশ্বের প্রথম তিন ক্রীড়াবিদের মধ্যে একজন হলেন কোহলি। তাঁর সামনে রয়েছেন মাত্র দু’জন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi)। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট। কিলিয়ান এমবাপে, নেইমারের মতো বিশ্ব বিখ্যাত ফুটবলাররাও ইনস্টায় কোহলির আয়ের থেকে পিছিয়ে। ক্রীড়াবিদদের মধ্যে প্রথম তিনে থাকা এই ক্রীড়াবিদরা কত পরিমাণ অর্থ রোজগার করছেন?  বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ এই তালিকা তৈরি করেছে। সেই তথ্য অনুযায়ী কোহলি প্রতি পোস্টের জন্য ১১.৪৫ কোটি টাকা রোজগার করেন। ইনস্টায় কোহলির ফলোয়ার্স সংখ্যা ২৫৬ মিলিয়ন। ক্রীড়াবিদদের মধ্যে ফলোয়ার্স সংখ্যায় মেসি-রোনাল্ডোর পিছনে রয়েছেন তিনি। তালিকার প্রথম স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পার পোস্টে আয় করেন ২৬.৭ কোটি টাকা। ইনস্টাগ্রাম আয়েও রোনাল্ডোর সঙ্গে জোর টক্কর মেসির। প্রতি পোস্টে আর্জেন্টাইন মহাতারকার আয় ২১.৫ কোটি টাকা! ইনস্টাগ্রামে সর্বাধিক আয় করা প্রথম ২০ জনের মধ্যে মাত্র চারজন ক্রীড়াবিদ রয়েছেন। মেসি, রোনাল্ডো, কোহলি এবং নেইমার। তালিকার একমাত্র ক্রিকেটার বিরাট।

ইনস্টা আয়ের নিরিখে সবার উপরে একজন ফুটবলার। এই নিয়ে তৃতীয় বার ইনস্টাগ্রামের সর্বাধিক রোজগার করা ক্রীড়াবিদ হয়েছেন রোনাল্ডো। এদিকে পিএসজির সতীর্থ এমবাপের থেকে এগিয়ে নেইমার। ইনস্টায় ফরাসি তারকার থেকে দ্বিগুণ আয় করেন তিনি।