CSK, IPL 2023 : নতুন ইনিংসের পথে, আইপিএল ফাইনালের পরই বিয়ের পিঁড়িতে ধোনির সতীর্থ

IPL 2023 Final : ২০২৩ আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি হাতে তোলার পর নিশ্চিতে বিয়ের পিঁড়িতে বসতে চান ধোনির দলেরই এক সদস্য।

CSK, IPL 2023 : নতুন ইনিংসের পথে, আইপিএল ফাইনালের পরই বিয়ের পিঁড়িতে ধোনির সতীর্থ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 28, 2023 | 2:43 AM

কলকাতা: চেন্নাই সুপার কিংস শিবিরে খুশির হাওয়া। ফের বিয়ের সানাই সিএসকে শিবিরে। ১৬তম আইপিএলের ফাইনাল ম্যাচ মিটতেই বিয়ের আনন্দে মজবেন মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহাররা। আজ, রবিবার ২০২৩ আইপিএলের মেগা ফাইনাল (IPL 2023 Final)। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। ফাইনালের জন্য সেজে উঠেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। মহেন্দ্র সিং ধোনির হাতে পঞ্চম আইপিএল ট্রফি দেখার অপেক্ষায় ক্রিকেট জনতা। কারণ হতেই পারে, রবিবার ফাইনাল ম্যাচটিই ধোনির আইপিএল কেরিয়ারের শেষ ম্যাচ। পাশাপাকিভাবে ব্যাট তুলে রাখার আগে আরও একবার চেন্নাইকে (CSK) চ্যাম্পিয়ন করে যেতে চান ধোনি। ২০২৩ আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি হাতে তোলার পর নিশ্চিতে বিয়ের পিঁড়িতে বসতে চান ধোনির দলেরই এক সদস্য। কে তিনি? জেনে নিন TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

বেশ কয়েকটি মরসুম ধরে আইপিএলের মঞ্চে রং ছড়াচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। যার জেরে সীমিত ওভারের ফরম্যাটে জাতীয় দলেও পা রেখেছেন। চলতি আইপিএলেও রান সংখ্যায় উপরের দিকেই রয়েছেন। তবে ফাফ ডুপ্লেসি, শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের দাপটে কিছুটা ঢাকা পড়ে যান। তাঁর নিজের দলেরই সতীর্থ ডেভন কনওয়ে রয়েছেন। যাই হোক, ২২ গজের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান চর্চায় ঋতুরাজের। আইপিএল মিটতেই জীবনের এক অন্য ইনিংস শুরু করলেন ২৬ বছরের ডানহাতি ব্যাটার। পুনের ছেলে ঋতু আইপিএল শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসবেন। ৩-৪ জুন তাঁর বিয়ের অনুষ্ঠান। তবে পাত্রী কে, তা জানা যায়নি। ঋতুরাজের সঙ্গে এক মরাঠি অভিনত্রীর সম্পর্কের গুঞ্জন ছিল। সয়ালি সঞ্জীব নামে ওই অভিনেত্রীকেই কি শেষমেশ মন দিয়েছেন ধোনির দলের তারকা ব্যাটার?

এদিকে বিয়ের জন্য কেরিয়ারের অন্যতম বড় সুযোগ মিস করেছেন ঋতুরাজ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের জন্য তাঁকে স্ট্যান্ড বাই ওপেনার হিসেবে রাখা হয়েছিল। নাম ঘোষণার আগেই বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। যে কারণে ৫ জুনের আগে লন্ডনে গিয়ে ভারতীয় দলের শিবিরে যোগ দিতে পারবেন না বলেই বোর্ডকে জানিয়েছিলেন ঋতুরাজ। এতে রাজি হননি কোচ রাহুল দ্রাবিড়। এই সুযোগে শিকে ছিঁড়েছে যশস্বী জয়সওয়ালের। ঋতুরাজের পরিবর্তে যশস্বী লন্ডনে যাচ্ছেন স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে।