AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs GT, IPL 2023 : আকাশ ঝকঝকে, মোদী স্টেডিয়ামে নির্বিঘ্নে টস জিতলেন ধোনি

চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স টিমের দুই অধিনায়ক নির্ধারিত সময়ে টস করতে নামেন। ফাইনাল ম্যাচে টস জিতলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

CSK vs GT, IPL 2023 : আকাশ ঝকঝকে, মোদী স্টেডিয়ামে নির্বিঘ্নে টস জিতলেন ধোনি
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 29, 2023 | 7:40 PM
Share

আমেদাবাদ : দুরুদুরু বুক নিয়ে আজ, সোমবারও স্টেডিয়ামে এসেছেন দর্শকরা। তবে আগের দিনের মতো কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম নয়। এখনও পর্যন্ত আমেদাবাদের আকাশ পরিষ্কার। বৃষ্টির দেখা নেই। আকাশের মুড দেখে দুটি দলেরই মুখে হাসি। গতকালের তুমুল বৃষ্টির পর জন্য টস করা সম্ভব হয়নি। সোমবার রিজার্ভ ডে-তে ২০২৩ আইপিএল (IPL 2023) ফাইনালের টস অবশ্য নির্বিঘ্নেই সম্পন্ন হল। চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স টিমের দুই অধিনায়ক নির্ধারিত সময়ে টস করতে নামেন। ফাইনাল ম্যাচে টস জিতলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন মাহি। ফাইনাল ম্যাচে গুজরাটকে স্বল্প রানে আটকে দেওয়ার পরিকল্পনা সিএসকে-র। তবে সবচেয়ে বড় চিন্তা শুভমন গিলকে নিয়ে। গুজরাট টিমের সুপারস্টারকে দ্রুত প্যাভিলিয়নের পাঠানোর দায়িত্ব থাকবে দীপক চাহারদের উপর। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

রবিবার সন্ধে থেকে অঝোরে বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিতে মাঠে জলও জমে গিয়েছিল। এর ফলে মোদী স্টেডিয়ামের পিচের প্রত্যাশিত কাঠিন্য থাকবে না। উল্টে নরম হয়ে যাবে। আবহাওয়ার যা পূর্বাভা়স, তাতে ১০ শতাংশ হলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ভেজা মাঠকে পুরনো চেহারায় ফেরাতে হলে কড়া রোদের প্রয়োজন। সোমবার দিনভর সেই সম্ভাবনা ছিল না। মেঘের আনাগোনা চলেছে সারাদিন। তাই বাইশ গজের তেতে ওঠার সম্ভাবনা কম। বরং কিছুটা মিইয়ে থাকবে পিচ। এমন বাইশ গজে কিন্তু বোলারদের জন্য আদর্শ। হয়তো ফাইনাল ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে দুই টিমের বোলারদের হাতে। আগেভাগে ব্যাটিং করে বড় রান তুলে বিপক্ষকে ফাঁদে ফেলার ছক থেকে বেরিয়ে এলেন মহেন্দ্র সিং ধোনি। রান তাড়া করার দিকে ঝুঁকলেন তিনি। আজ  স্পিনারদের থেকে অনেক বেশি কার্যকর হয়ে উঠবেন দুই টিমের পেসাররা।

গুজরাটকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত কেন? চেন্নাই অধিনায়ক বললেন, “যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই প্রথমে বল করার সিদ্ধান্ত নিলাম। দলে কোনও পরিবর্তন নেই।” এরপর গতকালের ম্যাচ স্থগিত হওয়া নিয়ে ধোনি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে আপনি চাইবেন মাঠে খেলতে। কিন্তু এসবের মাঝে দর্শকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েন। আশা করি, আমরা আজ দর্শকদের আনন্দ দিতে পারব। পিচ ঢাকা ছিল। আশা করি উইকেট আগের মতোই থাকবে। স্টেডিয়ামের অধিকাংশ সিট ভিজে গিয়েছে। তা সত্ত্বেও ওরা পাঁচ ওভারের ম্যাচ দেখার জন্য বসে ছিল। আশা করি আজ ২০ ওভারের ম্যাচ খেলা হবে।”

গুজরাট টাইটান্স একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, মোহিত শর্মা, রশিদ খান, নুর আহমেদ, মহম্মদ সামি

সাবস্টিটিউট : জশ লিটল, শ্রীকার ভরত, ওডিন স্মিথ, সাই কিশোর, শিবম মাভি

চেন্নাই সুপার কিংস একাদশ: ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়াডু, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাতিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

সাবস্টিটিউট : শিবম দুবে, মিচেল স্যান্টনার, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, আকাশ সিং