AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup: টম ল্যাথামের বেসিক ভুল, জোড়া উইকেট পেলেন না রাচিন

New Zealand vs Netherlands, Tom Latham: কয়েক বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে একটি ম্যাচে এমনই ভুল করেছিলেন ঋষভ পন্থ। তাঁর ক্ষেত্রেও উইকেট পেরনোর আগেই বল ধরায় আউটের জায়গায় নো-বল হয়। যদিও ঋষভ তখন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাঁর কাছে এমন ভুল হওয়া অপ্রত্যাশিত নয়। টম ল্যাথামের মতো অভিজ্ঞ কিপার এমন ভুল করবেন, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস কিংবা ব্যাটার সিব্র্যান্ড না হয়ে অন্যকিছু হলে! বড় রকমের বিপদে পড়তে পারত কিউয়িরা।

ICC World Cup: টম ল্যাথামের বেসিক ভুল, জোড়া উইকেট পেলেন না রাচিন
Image Credit: AFP
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 12:10 AM
Share

হায়দরাবাদ: টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড। তেইশের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল কিউয়িরা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯ রানের বিশাল জয়। প্রথম ম্যাচের মতোই ব্যাট হাতে জ্বলে উঠলেন নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রবীন্দ্র। প্রথম ম্যাচে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। বিশ্বকাপের মঞ্চে নিজের দ্বিতীয় ম্যাচে ঝকঝকে অর্ধশতরান। বোলিংয়েও অনবদ্য। যদিও তাঁর নামের পাশে উইকেট সংখ্যা হতে পারতো ২। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন টম ল্যাথামের বেসিক ভুল, এই আশায় জল ঢেলে দেয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাচিন রবীন্দ্র পার্টটাইম স্পিনার। যদিও তাঁর বোলিং দক্ষতা নজর কাড়ার মতোই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১০ ওভারই করানো হল তাঁকে। মাত্র ৪৬ রান দিয়ে ১ উইকেট নেন কিউয়ি অলরাউন্ডার। ইনিংসের ৪৭তম ওভারে দ্বিতীয় উইকেটটি পেতে পারতেন। ডট বলের চাপে ভুগছিল নেদারল্যান্ডস। সে সময় তাদের অনেক রান প্রয়োজন। উইকেটও হাতে নেই। অতি আগ্রাসী হওয়ার চেষ্টা করেন সিব্র্যান্ড এঞ্জেলব্রেট। ক্রিজ ছেড়ে অনেকটা বাইরে বেরিয়ে যান। যদিও রাচিনের ডেলিভারি পুরোপুরি মিস করেন। এখান থেকে স্টাম্প করার ভালো সুযোগ আর হয় না। এখানেই ভুল করলেন অভিজ্ঞ কিপার টম ল্যাথাম।

নিয়ম অনুযায়ী, উইকেটের পিছনে বল ধরতে হয়। সিব্র্যান্ড ক্রিজের এতটা বাইরে ছিলেন, অনেক সময় নিয়ে স্টাম্প করা যেত। কিন্তু এতেই যেন লোভ সংবরণ করতে পারলেন না টম ল্যাথাম। বল তাঁর গ্লাভসে কখন এসেছে, রিপ্লে দেখেন তৃতীয় আম্পায়ার। দেখা যায়, বল উইকেট পেরনোর আগেই গ্লাভসবন্দি করেছেন টম ল্যাথাম। স্বাভাবিক ভাবেই নটআউট দেওয়া হয় সিব্র্যান্ডকে। উল্টে সেটি নো-বল হয়।

কয়েক বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে দিল্লিতে একটি ম্যাচে এমনই ভুল করেছিলেন ঋষভ পন্থ। তাঁর ক্ষেত্রেও উইকেট পেরনোর আগেই বল ধরায় আউটের জায়গায় নো-বল হয়। যদিও ঋষভ তখন আন্তর্জাতিক ক্রিকেটে নতুন। তাঁর কাছে এমন ভুল হওয়া অপ্রত্যাশিত নয়। টম ল্যাথামের মতো অভিজ্ঞ কিপার এমন ভুল করবেন, তাও আবার বিশ্বকাপের মঞ্চে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস কিংবা ব্যাটার সিব্র্যান্ড না হয়ে অন্যকিছু হলে! বড় রকমের বিপদে পড়তে পারত কিউয়িরা।