ICC World Cup : ভারতের ম্যাচ পণ্ড; স্টার্কের হ্যাটট্রিক, অস্ট্রেলিয়ার ম্যাচ নিষ্ফলা
Cricket World Cup 2023, Warm Up Matches:ভারতীয় বোলারদের কাছে দারুণ সুযোগ ছিল নিজেদের পরীক্ষা করার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ইংল্যান্ডের। তাঁদের বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। তবে ম্যাচ ভেস্তে যাওয়া ভারতের চেয়ে বেশি হতাশা ইংল্যান্ড শিবিরে। বিশ্বকাপের আগে এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সুযোগ নষ্ট হল। সেরা কম্বিনেশন গুছিয়ে নিতেও সমস্যা হবে ইংল্যান্ডের।
কলকাতা: বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া শিবিরে। মূল পর্ব শুরুর আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। গুয়াহাটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও ইংল্যান্ডের। বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি হচ্ছিল। পরিস্থিতি কিছুটা ঠিক হয়। টসও হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও ম্যাচ আর শুরু করা যায়নি। তিরুবনন্তপুরমে আর এক ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হলেও ফল হল না। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচগুলির দ্বিতীয় দিনের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টানা ক্রিকেট খেলছে ভারত। তবে এশিয়া কাপে খুব একটা চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি। গত কয়েক সপ্তাহ নানা ভেনুতে ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। সে দিক থেকে কিছুটা চ্যালেঞ্জ ছিল। প্রতিপক্ষরা বিশাল কিছু চ্যালেঞ্জ ছুড়তে পেরেছে, বলা যায় না। সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারত। তাতেও ২-১ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়াই। ভারতীয় বোলারদের কাছে দারুণ সুযোগ ছিল নিজেদের পরীক্ষা করার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন আপ ইংল্যান্ডের। তাঁদের বিরুদ্ধে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। তবে ম্যাচ ভেস্তে যাওয়া ভারতের চেয়ে বেশি হতাশা ইংল্যান্ড শিবিরে। বিশ্বকাপের আগে এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা সুযোগ নষ্ট হল। সেরা কম্বিনেশন গুছিয়ে নিতেও সমস্যা হবে ইংল্যান্ডের।
তিরুবনন্তপুরমে প্রথম দিনও ওয়ার্ম আপ ম্যাচ ভেস্তে যায়। দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস দীর্ঘ সময় অপেক্ষা করে। অবশেষে বৃষ্টি থামে। সন্ধে ৭টা নাগাদ ২৩ ওভারের ম্যাচ শুরু করা হলেও শেষ করা যায়নি। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ হাফসেঞ্চুরি করেন। ২৩ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান তোলে অজিরা। রান তাড়ায় ১৪.২ ওভারে ৬ উইকেটে ৮৪ রান তোলে নেদারল্যান্ডস। ফের বৃষ্টি নামায় আর ম্যাচ শুরু করা যায়নি। রেজাল্টও হয়নি। তিন ওভারের স্পেলে স্টার্কের হ্যাটট্রিক অজি শিবিরে স্বস্তির জায়গা। এর মধ্যে প্রথম ওভারে নেন দু উইকেট। পরবর্তী ওভারের প্রথম বলেই হ্যাটট্রিক পূর্ণ করেন।