AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daryl Mitchell, IPL Auction 2024: লক্ষ্মীলাভ মিচেলের, IPLএ ধোনির সঙ্গে জুটি বাঁধবেন কিউয়ি তারকা

Daryl Mitchell, Auction Price : বেস প্রাইস ২ কোটি থেকে পৌঁছল ১৪ কোটিতে। কিউয়ি তারকাকে দলে নিতে শুরু থেকেই ঝাঁপিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালস। দিল্লির সঙ্গে লড়াইয়ে নামে পঞ্জাব। মাঝে ঢুকে পড়ে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। দর বাড়তে বাড়তে শেষমেশ পৌঁছয় ১৪ কোটি। অবশেষে বেস প্রাইস থেকে কয়েকগুণ বেশি দরে চেন্নাইয়ে গেলেন ড্যারল মিচেল।

Daryl Mitchell, IPL Auction 2024: লক্ষ্মীলাভ মিচেলের, IPLএ ধোনির সঙ্গে জুটি বাঁধবেন কিউয়ি তারকা
ড্যারল মিচেল
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 7:59 PM
Share

কলকাতা: দুরন্ত কামব্যাক কিউয়ি তারকা ড্যারেল মিচেলের। দুবাইয়ের নিলাম ঘরে দারুণ দর পেলেন মিচেল। বেস প্রাইস ২ কোটি থেকে দাম পৌঁছল ১৪ কোটিতে। কিউয়ি তারকাকে দলে নিতে শুরু থেকেই ঝাঁপিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল দিল্লি ক্যাপিটালস। দিল্লির সঙ্গে লড়াইয়ে নামে পঞ্জাব। মাঝে ঢুকে পড়ে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। দর বাড়তে বাড়তে শেষমেশ পৌঁছয় ১৪ কোটি। অবশেষে বেস প্রাইস থেকে কয়েকগুণ বেশি দরে চেন্নাইয়ে গেলেন ড্যারেল মিচেল। আগে কোন দলের হয়ে খেলতেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চেন্নাই সুপার কিংস কি কিউয়ি ক্রিকেটারদের দিকেই ঝুঁকছে? এমন প্রসঙ্গ উঠতেই পারে। ডেভন কনওয়েকে রিটেন করেছিল সুপার কিংস। তেমনই নিলামে নেওয়া হয়েছে রাচিন রবীন্দ্রকে। ড্যারেল মিচেলের জন্য় চেন্নাই সুপার কিংসের ঝাঁপানোর কারণ রয়েছে। গত মরসুমে সিএসকে স্কোয়াডে ছিলেন বেন স্টোকস। চোটের জন্য বেশির ভাগ সময়ই পাওয়া যায়নি তাঁকে। সে কারণেই মিচেলকে নেওয়া। সিএসকে-তে তাঁকে নেওয়ার পর এক ভিডিয়ো বার্তায় ড্যারেল মিচেল বলেছেন, ‘আমাকে চেন্নাই পরিবারে নেওয়ার জন্য ধন্যবাদ। টিমের সঙ্গে নেমে পড়ার জন্য মুখিয়ে আছি। ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রর সঙ্গে খেলার জন্য সুযোগ পাব। এটা একটা বিরাট ব্যাপার। ধোনির কাছে অনেক কিছু শিখতে চাই।’

কী চলছে দুবাইয়ের নিলাম ঘরে? জানতে ক্লিক করুন

ভারতীয় মিডিয়াম পেসার অলরাউন্ডারের মধ্যে সিএসকেতে রয়েছেন শিবম দুবে। গত সংস্করণে যদিও বোলিং করেননি। চিপকে খেলা হলে স্পিনারদের পাশাপাশি গতির হেরফের করতে পারেন এমন বোলারও সাহায্য পান। মিচেল যেমন বিধ্বংসী ব্যাটার, তেমনই তাঁর মিডিয়াম পেসও সিএসকের কাজে লাগতে পারে। প্রয়োজনে টপ অর্ডারে ব্য়াটিংও করতে পারবেন। আবার মিডল অর্ডারেও খেলানো যেতে পারে মিচেলকে। সব দিক ভেবেই মিচেলের জন্য় ঝাঁপানো হয়েছে, অকশনের মাঝে পরিষ্কার করে দিয়েছেন সিএসকে থিঙ্কট্যাঙ্ক।

ভারতের মাটিতে এ বারের ওয়ান ডে বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করেছেন কিউয়ি অলরাউন্ডার মিচেল। ভারতে খেলার অভিজ্ঞতাও কাজে লাগবে। সিএসকে এই বিষয়টিও মাথায় রেখেছে।