India vs New Zealand: বিরাটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ডেভন কনওয়ের বদলে ড্যারেল মিচেল
টি-২০ বিশ্বকাপের পরই ভারতের (India) বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে উইলিয়ামসনরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কনওয়ের বদলে ড্যারেল মিচেলকে দলে নিল ব্ল্যাকক্যাপসরা।
দুবাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (England) ড্যারেল মিচেল (Daryl Mitchell) ও ডেভন কনওয়ে (Devon Conway) জুটি লড়ে নিউজিল্যান্ডকে (New Zealand) ফাইনালে তুলেছিল। তবে ফাইনাল ম্যাচে সেই জুটিকে দুবাই স্টেডিয়ামে দেখা যাবে না। চোটের কারণে ফাইনালে খেলা হচ্ছে না কিউয়ি উইকেটকিপার-ব্যাটার ডেভন কনওয়ের। টি-২০ বিশ্বকাপের পরই ভারতের (India) বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে উইলিয়ামসনরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কনওয়ের বদলে ড্যারেল মিচেলকে দলে নিল ব্ল্যাকক্যাপসরা।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে আউট হওয়ার সময় রাগে ব্যাটে ডান হাত দিয়ে সজোরে মারেন কনওয়ে। আর তাতেই ভেঙে যায় কিউয়ি উইকেটকিপার-ব্যাটারের হাত। যার ফলে ফাইনাল ম্যাচের পাশাপাশি ভারতের বিরুদ্ধে পরবর্তী সিরিজেও খেলতে পারবেন না কনওয়ে। তাঁর বদলে বিরাটদের বিরুদ্ধে টেস্ট দলে খেলবেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারেল মিচেল।
কিউয়ি কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের প্রথম সিরিজটি মিস করা ডেভনের জন্য লজ্জাজনক, কিন্তু এটি অন্য কারও জন্য একটি সুযোগও করে দেবে।’ তিনি আরও বলেন, ‘ড্যারেলের বহুমুখি প্রতিভার অর্থ ও অনেক ব্যাটিং পজিশনে খেলতে পারে এবং ও অবশ্যই এই মুহূর্তে প্রচুর আত্মবিশ্বাস পেয়েছে। ও প্রমাণ করেছে যে সে টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে পারে এবং আমি জানি ও টেস্ট দলে আবার যোগ দিতে বেশ আগ্রহী ও উত্তেজিত।’
ভারতের বিরুদ্ধে দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৫ নভেম্বর কানপুরে এবং ৩ ডিসেম্বর মুম্বইতে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।
আরও পড়ুন: T20 World Cup 2021: কিউয়িদের হারিয়ে কাপ জেতাই লক্ষ্য অজিদের
আরও পড়ুন: T20 World Cup 2021: জেনে নিন টি-২০ বিশ্বকাপের সেরা উইকেটশিকারী বোলারদের তালিকায় কারা আছেন
আরও পড়ুন: T20 World Cup 2021: ছবিতে দেখুন টুর্নামেন্টের সব থেকে বেশি রান রয়েছে কোন ব্যাটারদের ঝুলিতে