T20 World Cup 2021: ছবিতে দেখুন টুর্নামেন্টের সব থেকে বেশি রান রয়েছে কোন ব্যাটারদের ঝুলিতে

আজ শেষ হতে চলেছে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand) ও অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া (Australia)। ফাইনাল ম্যাচের আগে জেনে নিন এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে কোন ব্যাটার সব থেকে বেশি রান করেছেন।

| Edited By: | Updated on: Nov 14, 2021 | 9:47 AM
 টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। তবে পাক নেতা বাবর আজম (Babar Azam) রয়েছেন সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে। ৬ ম্যাচে ৩০৩ রান ঝুলিতে ভরেছেন বাবর।

টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। তবে পাক নেতা বাবর আজম (Babar Azam) রয়েছেন সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় শীর্ষে। ৬ ম্যাচে ৩০৩ রান ঝুলিতে ভরেছেন বাবর।

1 / 5
এ বারের টি-২০ বিশ্বকাপের সব থেকে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বিশ্বকাপের ৬ ম্যাচে ২৮১ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে।

এ বারের টি-২০ বিশ্বকাপের সব থেকে রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় দু'নম্বরে রয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। বিশ্বকাপের ৬ ম্যাচে ২৮১ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকে।

2 / 5
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler) রয়েছেন সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। ৬ ম্যাচে বাটলার ২৬৯ রান করেছেন।

ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার (Jos Buttler) রয়েছেন সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। ৬ ম্যাচে বাটলার ২৬৯ রান করেছেন।

3 / 5
 এ বারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ২৩৬ রান করে সব চেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার ৪ নম্বরে রয়েছেন। তবে ফাইনাল ম্যাচের একটা দুরন্ত ইনিংস ওয়ার্নারকে এই তালিকায় আরও সামনে নিয়ে যেতে পারে।

এ বারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ২৩৬ রান করে সব চেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার ৪ নম্বরে রয়েছেন। তবে ফাইনাল ম্যাচের একটা দুরন্ত ইনিংস ওয়ার্নারকে এই তালিকায় আরও সামনে নিয়ে যেতে পারে।

4 / 5
টি-২০ বিশ্বকাপের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। ৬ ম্যাচে আসালঙ্কার ব্যাট থেকে এসেছে ২৩১ রান।

টি-২০ বিশ্বকাপের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। ৬ ম্যাচে আসালঙ্কার ব্যাট থেকে এসেছে ২৩১ রান।

5 / 5
Follow Us: