
কলকাতা: হাতে রিভলবার। পরনে সাদা ট্রাউজার্স এবং প্রিন্টেড ফুলশার্ট। আর পরনে থাকা প্রিন্টেড ফুল শার্টের স্লিভ গোটানো। সঙ্গে চোখে সানগ্লাস — দেখে যে কোনও সিনেমার ভিলেন মনে হতে পারে। এই লুক ভিলেনের কিনা তা বলা না গেলেও, যে ব্যক্তির এমন লুক তাঁর কিন্তু সিনেমার প্রতি প্রবল ঝোঁক রয়েছে, এটা বলাই যায়। আর ভারতীয় সিনেমার প্রতি খানিক বেশিই আগ্রহী তিনি। কথা হচ্ছে অস্ট্রেলিয়ান সুপারস্টার ডেভিড ওয়ার্নারকে (David Warner) নিয়ে। এ বার সিনেদুনিয়ায় হাতেখড়ি হলেই গেল ওয়ার্নারের।
অজি তারকার ইন্সটাগ্রামে ঢুঁ মারলে দেখা যায় প্রচুর রিলস। সেখানে বেশ কয়েকটি এমন রিলস রয়েছে, যা প্রমাণ করে তাঁর তেলুগু, তামিলের বহু সিনেমার প্রতি একটা ঝোঁক রয়েছে। তাই তিনি সেই সব সিনেমার টুকরো অংশ শেয়ার করেন নেটদুনিয়ায়। আবার অতীতে তিনি সেখানে থাকা হিরোর জায়গায় নিজের মুখও বসিয়েছেন। তাঁর শেয়ার করা বিভিন্ন রিলসের মধ্যে ভাইরাল হয়েছিল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার নানা ক্লিপিংস। সেখানে আল্লুর জায়গায় নিজের মুখ বসিয়েছিলেন ওয়ার্নার। কখনও আবার ‘পুষ্পা’ সিনেমার কিছু সংলাপ বলতে থাকেন ওয়ার্নার। এরপর থেকে অনেকেই ভাবতে শুরু করেন, নিশ্চয়ই কোনও না কোনও সময় সিনেদুনিয়ার পথে পা বাড়াবেন ওয়ার্নার। আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে খেলার সময় ওয়ার্নার সেই অপেক্ষার অবসান হল।
আল্লু অর্জুন অভিনীত পুষ্পা সিনেমা সুপারহিট হয়েছিল। এর দ্বিতীয় পার্টও বেরিয়েছে। সেটিও সুপারহিট। এ বার পুষ্পা থ্রি কি হবে? সম্ভবনা রয়েছে পুষ্পা থ্রি-আসারও। সেখানেই কি ওয়ার্নারকে অভিনয়ে দেখা যাবে? না পুষ্পা থ্রি-তে নয়, এক অন্য সিনেমায় এক ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ওয়ার্নার। দক্ষিণী তারকা নীতিন এবং শ্রীলালার নতুন সিনেমা ‘রবিনহুড’-এ একটি চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ওয়ার্নার। এই মার্চের ২৮ তারিখ সিনেমাটি মুক্তি পাবে।
Box office Badhalllll Avvaliii 💥💥
March 28th #Robinhood 🔥🔥@actor_nithiin @VenkyKudumula #DavidWarner pic.twitter.com/uwHkr3reMi
— ROBINHOOD 🧢 (@RobinHood_9_) March 4, 2025