IPL 2022: ব্যাটে নয়, নাচে সুপার হিট ডেভিড ওয়ার্নার

David Warner: ওয়ার্নার ভারতকে ভালোবাসেন। যতবার এ দেশে এসেছেন কিছু না কিছু শিখে গেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে বোঝা যায় সেটা। বলিউডের গানে নেচে একের পর এক পোস্ট করেন। কখনও একা কখনও গোটা পরিবারকে নিয়ে।

IPL 2022: ব্যাটে নয়, নাচে সুপার হিট ডেভিড ওয়ার্নার
ব্যাট-নাচে ছন্দে ডেভিড ওয়ার্নার। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 12, 2022 | 6:44 PM

মুম্বই: ডেভিড ওয়ার্নার (David Warner), নাম তো সুনা হি হোগা… এত দিন বোলারদের বলতেন, এবার মনে হয় বলিউডের ডিরেক্টরদেরও এই বার্তা দিচ্ছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার। আইপিএলের মঞ্চে তাঁকে সব সময় পাওয়া যায় দুরন্ত মেজাজে। ব্যাট হাতে যেমন ২২ গজে ঝড় তুলতে পারেন, তেমনই মাঠ ও মাঠের বাইরে নানা কারণে সুপার হিট ওয়ার্নার। পুস্পা (Pushpa) ছবি রিলিজ হওয়ার পর থেকেই সেই ছবির নানা ছন্দে ওয়ার্নারকে। আবারও পুস্পা ছন্দে সুপার হিট ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) টিম বাসে ওঠার সময় হোক বা মাঠে ফিল্ডিং করার সময়। ওয়ার্নার মজে পুস্পায়। গ্যালারি থেকে সেই ভিডিও তুলেছিলেন এক সমর্থক। সেই ভিডিও ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ওয়ার্নারের সেই ভিডিও এতটাই পছন্দ হয়েছে, যে নিজের সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করেছেন ওয়ার্নার। লিখেছেন, ফিল্ডিং করার সময় গ্যালারি থেকেই অনেক দর্শক তাঁকে বলছিলেন পুস্পা স্টাইলে নাচের জন্য।

এই ছবি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও দিল্লি ক্যাপিটালস ম্যাচের। সেই ম্যাচে আগে বাংলা বলে ভাইরাল হয়েছিলেন ওয়ার্নার। টিম বাসে বসে ডেভিড ওয়ার্নার বললেন,”কেমন আছো, আমি তোমাকে ভালোবাসি।” ম্যাচের দিন সকালে সেই ভিডিও পোস্ট করেছে দিল্লি ক্যাপিটালস। তাদের ক্যাপশন, দুই দলের সমর্থককেই ওয়ার্নারের শুভেচ্ছা বার্তা। কিন্তু অনেকেরই প্রশ্ন ওয়ার্নার দিল্লি ক্যাপিটালসের টিম বাসে বসে বাংলায় কথা বললেন কার সঙ্গে? বাংলার কোনও ক্রিকেটার তো পন্থের দলে নেই। ‘বাংলার ক্রিকেটার নেই’, এক কথাটাকে একটু বদলে দেওয়া যাক, এ পার বাংলার কোনও ক্রিকেটার নেই। দিল্লি ক্যাপিটালসে আছেন বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনিও যে বাঙালী।

ওয়ার্নার ভারতকে ভালোবাসেন। যতবার এ দেশে এসেছেন কিছু না কিছু শিখে গেছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলে বোঝা যায় সেটা। বলিউডের গানে নেচে একের পর এক পোস্ট করেন। কখনও একা কখনও গোটা পরিবারকে নিয়ে। এ বারের লিগে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিলেন ওয়ার্নার। যদিও সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তিনি। ব্যাট থেকে এসেছিল মাত্র চার রান। তবে কলকাতার বিরুদ্ধে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন।

আরও পড়ুন : Commonwealth Games: কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের ট্রায়াল থেকে নাম তুলে নিলেন সাইনা