David Warner: IPL-এ সুযোগ পাননি, PSL-এ খেলবেন? প্রশ্নের জবাবে বাউন্ডারি মারলেন ডেভিড ওয়ার্নার!
PSL 2025: ৩৮ বছর বয়সে ওয়ার্নারের ডেবিউ হতে চলেছে পিএসএলে (PSL)। করাচি কিংসের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ওয়ার্নার। আজ, শনিবার মুলতান সুলতানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবেন অজি তারকা ওয়ার্নার।

কলকাতা: অরেঞ্জ আর্মি আইপিএলের (IPL) ইতিহাসে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আইপিএলের মঞ্চে ভুরি ভুরি রান করেছেন অস্ট্রেলিয়ান তারকা। যদিও এ বারের আইপিএলে তাঁকে খেলতে দেখা যাচ্ছে না। গত বছরের শেষে জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে যান ডেভিড ওয়ার্নার। এ বার তাঁকে খেলতে দেখা যাবে পাকিস্তান সুপার লিগে। ৩৮ বছর বয়সে ওয়ার্নারের ডেবিউ হতে চলেছে পিএসএলে (PSL)। করাচি কিংসের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন ওয়ার্নার। আজ, শনিবার মুলতান সুলতানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবেন অজি তারকা ওয়ার্নার। তার আগে সাংবাদিক সম্মেলনে ওয়ার্নারকে এমন প্রশ্নের মুখে পড়তে হল, তাতে রীতিমতো অবাক হলেও বাউন্ডারি হাঁকাতে কোনও ভুল করেননি তিনি।
পিএসএলে ডেবিউ ম্যাচে নামার আগে ওয়ার্নারকে প্রেস কনফারেন্সে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয়রা নাকি বলাবলি করছেন ওয়ার্নার আইপিএলে সুযোগ পাননি বলেই পিএসএলে খেলতে গিয়েছেন। সেই সঙ্গে ওয়ার্নারকে নাকি ট্রোল করছেন ভারতীয়রা। এ কথা শুনে ওয়ার্নার বলেন, ‘আমি তো এই প্রথম বার এ কথা শুনলাম। আমার দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয়, আমি তা হলে বলব ক্রিকেট খেলতে চাই। আর পিএসএল থেকে আমার কাছে সেই সুযোগটা এসেছে। এর আগে আমার আন্তর্জাতিক ডিউটির জন্য আমি পিএসএলে খেলার সময় বের করতে পারিনি। আমি এ বার লড়তে চাই। আমি করাচি কিংসের অধিনায়ক। আশা করছি আমরা ট্রফি জিততে পারব।’
উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের দশম সংস্করণের ক্যাপ্টেন্স মিট মিস করেছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি জানান, ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। দলের ক্রিকেটারদের সঙ্গে মিশতে চেয়েছিলেন। ক্যাপ্টেন্স মিট মিস করার কারণে ওয়ার্নার ক্ষমাও চেয়ে নেন। আইপিএলকে টেক্কা দেওয়ার বিরাট চেষ্টা করে পিএসএল। এ বার দেখার ওয়ার্নার পিএসএলে কেমন পারফর্ম করেন।
David Warner on trolling about being rejected from IPL
“For my perspective, it’s about playing cricket, and it’s an opportunity for me to come to PSL. Before this, the international calendar didn’t allow me to come here due to the timings.”” pic.twitter.com/kh2LFesPBN
— ٰImran Siddique (@imransiddique89) April 11, 2025





