দুবাই: নভেম্বর মাসের আইসিসির (ICC) সেরা ক্রিকেটার কে? আইসিসির বিচারে উঠে এসেছে তিন ক্রিকেটারের নাম। তালিকায় দুই ওপেনার, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) ও পাকিস্তানের আবিদ আলি (Abid Ali)। তাঁদের সঙ্গেই জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি (Tim Southee)। মহিলাদের মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আনাম আমিন, বাংলাদেশের নাহিদা আখতার ও ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার হালেই ম্যাথিউস। গত মাসে সব ধরনের ফর্ম্যাটে ক্রিকেটারদের পারফরম্যান্সের বিচার করেই দেওয়া হয়েছে মনোনয়ন।
আবিদ আলি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) না খেললেও পাকিস্তানের এই ওপেনার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছেন। বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে ১৩৩ ও ৯১ রানের ইনিংস খেলেন আবিদ আলি। পাকিস্তানের ম্যাচ জয়ের ভিতটা তাঁরই তৈরি করা।
টিম সাউদি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে কানপুরে আট উইকেট নিয়েছেন টিম সাউদি। পাশাপাশি নভেম্বরে হওয়া টি-২০ বিশ্বকাপেও সাউদির দখলে রয়েছে সাতটি উইকেট। এর মধ্যেই ভারতের বিরুদ্ধে হওয়া টি-২০ সিরিজে আরও তিনটি উইকেট নিয়েছেন কিউয়ি পেসার। সব মিলিয়ে নভেম্বর মাসে সাউদির শিকার ১৮ ব্যাটার।
ডেভিড ওয়ার্নার: অফ ফর্মে ছিলেন বলে আইপিলে তাঁর জায়গা হয়েছিল রিজার্ভ বেঞ্চে। কিন্তু টি-২০ বিশ্বকাপে সঠিক সময়ে জ্বলে উঠেছেন। দলকে এনে দিয়েছেন প্রথম টি-২০ বিশ্বকাপের খেতাব। নভেম্বর মাসে খেলা চারটি টি-২০ ম্যাচে ২০৯ রান করেছেন বাঁ-হাতি অজি ওপেনার। যার মধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৪৯ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস আছে।
আরও পড়ুন: Ajaz Patel: ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার ভয়াবহ ঘটনা এখনও ভুলতে পারেননি আজাজ