Ajaz Patel: ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার ভয়াবহ ঘটনা এখনও ভুলতে পারেননি আজাজ
১৫ মার্চ, ২০১৯, শুক্রবার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের (Christchurch) মসজিদে জঙ্গি হামলার ঘটনা এখনও আজাজের স্মৃতিতে টাটকা। সেখানকার দুটো মসজিদে পরপর গুলি চালান জঙ্গিরা। ঘটনায় মারা যান বেশ কিছু মানুষ। ভাগ্যের জোরে বেঁচে যান আজাজ। জঙ্গি হামলার কয়েক ঘণ্টা আগেই মসজিদ থেকে বাড়ি ফেরেন তিনি। তারপরই শোনেন ক্রাইস্টচার্চের ভয়াবহ ঘটনার কথা। ভয়ে আঁতকে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত বাঁ-হাতি স্পিনার।
মুম্বই: ওয়াংখেড়ে (Wankhede) টেস্টের পর ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন নিউজিল্যান্ডের মুম্বইজাত ক্রিকেটার আজাজ প্যাটেল (Ajaz Patel)। ১০ উইকেট নিয়ে জিম লেকার আর অনিল কুম্বলের (Anil Kumble) সঙ্গে একই রেকর্ড বুকে ঠাঁই পেয়েছে বাঁ-হাতি কিউয়ি স্পিনারের নাম। কিন্তু এই আজাজ প্যাটেল এখনও ভুলতে পারেননি প্রায় ৩ বছর আগের এক ভয়াবহ দুর্ঘটনার কথা। যে ভয় তাঁকে তাড়া করে বেড়িয়েছে অনেকদিন ধরে।
১৫ মার্চ, ২০১৯, শুক্রবার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের (Christchurch) মসজিদে জঙ্গি হামলার ঘটনা এখনও আজাজের স্মৃতিতে টাটকা। সেখানকার দুটো মসজিদে পরপর গুলি চালান জঙ্গিরা। ঘটনায় মারা যান বেশ কিছু মানুষ। ভাগ্যের জোরে বেঁচে যান আজাজ। জঙ্গি হামলার কয়েক ঘণ্টা আগেই মসজিদ থেকে বাড়ি ফেরেন তিনি। তারপরই শোনেন ক্রাইস্টচার্চের ভয়াবহ ঘটনার কথা। ভয়ে আঁতকে ওঠেন ভারতীয় বংশোদ্ভূত বাঁ-হাতি স্পিনার।
নিউজিল্যান্ডে (New Zealand) মুসলিম সম্প্রদায়ের মানুষের মনের মধ্যে সেই সময় ভীতি সঞ্চার করেছিল। কিন্তু সেই সময় নিউজিল্যান্ডের অন্য ধর্মের মানুষরা তাঁদের পাশে দাঁড়ান। সাহস জোগান। দেশের প্রধানমন্ত্রী এবং খেলোয়াড়রাও প্রতিবাদে গর্জে ওঠেন। আর এই ভালোবাসার জোরেই ভয় কেটে যায় আজাজ ও তাঁর পরিবারের। নিউজিল্যান্ডের স্থানীয় মানুষরা যে ভাবে ভালোবাসা এবং সুরক্ষার আশ্বাস জুগিয়েছেন তাতে জও মুগ্ধ আজাজ। তিনি বলেন, ‘আমার মা বোরখা পরে বাড়ির বাইরে গেলে কেউ কিছু বলে না। জঙ্গি হামলার সময়, আমাদের বাড়ি নতুন ভাবে তৈরি হচ্ছিল। কেউ কোনও টুঁ শব্দ করেনি। আমরা সবসময় দেখতে যেতে পারতাম না। কিন্তু প্রতিবেশিরা খেয়াল রাখত। জঙ্গি হামলার সময় আমরা ওই বাড়িতে তখন থাকতাম না। কিন্তু প্রতিবেশিরা ওই বাড়ির সিঁড়িতে একটা চারা গাছ পুঁতে বোঝাতো এখানে মানুষ বাস করে। তারা ভীষণ ভাবে সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল। সব ধর্মের মানুষ এক হয়ে গিয়েছিল ওই ঘটনার পর।’
আরও পড়ুন: IPL 2022: কোনও চার ভারতীয় ক্রিকেটার ‘আনসোলড’ থেকে যেতে পারেন আইপিএলে?