
দ্বিতীয় সুযোগ। অনেকেই পান। কেউ সেটাকেই দুর্দান্ত করে তোলেন। ২০১৬ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে ট্রিপল সেঞ্চুরি। বীরেন্দ্র সেওয়াগের পর ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরির কৃতিত্ব। এরপর থেকে আর বিশেষ সুযোগই পেলেন না। সময় কাটতে থাকল। আইপিএলে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন। ২০১৮ সালে পঞ্জাবের হয়ে ভালো পারফর্ম করার পরেও ২০১৯ -এর আইপিএল থেকে সুযোগ পাওয়া প্রায় বন্ধই হয়ে যায়। ২৩ সাল থেকে আর দলই পাননি। ওডিআইতেও সুযোগ পাননি। ধীরে ধীরে ঘরোয়া ক্রিকেটেও সুযোগ পাওয়া বন্ধ হয়ে যায়। এবার প্রত্যাবর্তনের পথে করুণ নায়ার। তাঁকে নিয়ে টুইটারে আবেগঘন পোস্ট করে কী বললেন প্রাক্তনী ইরফান পাঠান?
২০২৪-২৫ মরসুমে বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পান নায়ার। আর সেই সুযোগের যে কী পরিমাণ সদ্ব্যবহার করেন তা তাঁর পরিসংখ্যানই বলে দেয়। রঞ্জিতে মাত্র নয় ম্য়াচ খেলে করেন ৮৬৩ রান। আর বিজয় হাজারে ট্রফিতে ৩৮৯.৫ এর গড়ে ৮ ইনিংসে করেন ৭৭৯ রান। এই পারফরম্যান্সের পরই সুযোগ পান আইপিএলে। নিলামে দিল্লি ক্যাপিটালস তুলে নেয় তাঁকে। কিন্তু ডাগআউটেই কাটছিল। অবশেষে মুম্বইয়ের বিরুদ্ধে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়। ৮৯ রান করেন করুণ নায়ার। এ বার সুযোগ পেয়েছেন ভারত এ দলে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইরফান পাঠানের।
২০২২ সালে নিজের রাজ্য দল কর্নাটকেও সুযোগ না পাওয়ায় করুণ নায়ার একটি টুইট করেছিলেন। তাতে লেখা, ‘প্রিয় ক্রিকেট, আমায় আর একটা সুযোগ দাও।’ এর ঠিক দু’বছর পর বিদর্ভের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর আর ফিরে তাকাতে হয়নি। কেউ কেউ সুযোগ কাজে লাগাতে পারে, আর কেউ কেউ পারে না। প্রথমদের দলেই করুণ নায়ার। আর ঘুরে তাকাতে হয়নি তাঁকে। আইপিএল, তারপরে ভারত এ দলে সুযোগ। অনেকেই মনে করছেন এ বার সুযোগ পাবেন ইংল্যান্ড সফরের সিনিয়র দলেও। এক্স হ্যান্ডলে ইরফান লিখেছেন, ‘করুণ নায়ারের ভারত এ দলে সুযোগ পাওয়া স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে ‘প্রিয় ক্রিকেট’ তাঁকে ভারতীয় দলে খেলার আরও একবার সুযোগ দেবে।’
Karun Nair getting selected for India A is clear indication that “Dear cricket will him give him another chance to play for team India again” 👏
— Irfan Pathan (@IrfanPathan) May 16, 2025