নয়াদিল্লি: যখন নিলাম চলছিল, আমেদাবাদ থেকে কলকাতার পথে ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য। আইপিএল নিলামটা (IPL 2022 Auction LIVE) ওই পথেই দেখেছিলেন। তাঁর দাম যে ১৪ কোটি উঠতে পারে, বুঝতেই পারেননি। ১৪ কোটিতে যখন পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিং (Chennai Super Kings), তখন ভয়ও পেয়ে গিয়েছিলেন তিনি। তার বেশি দর উঠুক, চাননি দীপক চাহার (Deepak Chahar) । নিলামের পর দিনও ঘোর কাটেনি দীপকের। নিলামের আগে সিএসকের সঙ্গে কোনও কথা হয়নি তাঁর, এমনও বলছেন আইপিএলের সবচেয়ে দামি ভারতীয় পেসার।
চেন্নাই যে দীপককে নিতে পারে, শুরুতে বোঝাই যায়নি। নিলামে ১০ কোটি টাকা দর ওঠার পরই চেন্নাই ঢোকে। সেখান থেকে দীপককে ১৪ কোটিতে কিনে নেয় তাঁকে। তিনি বলছেন, ‘আমেদাবাদ থেকে কলকাতা আসছিলাম। পথে মোবাইলে দেখেছিলাম নিলাম। শুধু আমি নই, পুরো টিমই নিজের নিজের মোবাইলে দেখছিল। আর সবাই আমাকে জিজ্ঞেস করছিল, কত হল দল? আমার দর ১৪ কোটি ওঠার পর ভয় পেয়ে গিয়েছিলাম। তখন শুধু ভাবছিলাম, যেন কোনও ভাবে দর আর বেশি না ওঠে। চেন্নাই যদি নিজেদের সরিয়ে নেয় খুব খারাপ লাগবে আমার। আমি শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। আর কোনও টিমে নয়।’
মহেন্দ্র সিং ধোনির মতো দীপকও টিমম্যান। সেই কারণেই নিজের এত বিপুল দর কিছুটা চিন্তায় ফেলে দিয়েছিল তাঁকে। ‘একটা সময় মনে হয়েছিল, আমার দামটা বড্ড বেশি হয়ে গিয়েছে। সিএসকে প্লেয়ার হিসেবে আমিও চাই চেন্নাই যেন দারুণ টিম করে। যেন ভালো প্লেয়ার কিনতে পারে তার জন্য।’
চেন্নাইয়ে ফিরতে পেরে খুব ভালো লাগছে দীপকের। বলছেনও, ‘নিলামের আগে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট কিংবা মাহিভাইয়ের সঙ্গে আমার কোনও কথা হয়নি। ২০১৮ সালে আমাকে একবার শ্রীনিবাসন স্যর বলেছিলেন, আমি চেন্নাইয়ের হয়ে খেলব। ওই কথাগুলো আমি কখনও ভুলিনি। আর তাই আমাকে কথা বলতে হয়নি সিএসকের সঙ্গে। জানতাম খুব ভালো করে, চেন্নাই আমাকে নেবেই।’
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
আরও পড়ুন: Deepak Chahar, IPL 2022 Auction: জানেন বল প্রতি কত দাম দীপক চাহারের?
আরও পড়ুন: KKR IPL 2022 Auction Day 2 Live: জানুন মেগা নিলামের দ্বিতীয় দিন কেকেআরের খুঁটিনাটি খবর
আরও পড়ুন: IPL 2022 Auction LIVE, Day 2: নজর রাখুন আইপিএলের মেগা নিলামের দ্বিতীয় দিনের লাইভ আপডেটে