WPL 2026 Mega Auction: মেগা নিলামে সবচেয়ে দামি দীপ্তি শর্মা, বিশ্বজয়ীর জন্য লড়ল কোন দল?
Deepti Sharma: ছাব্বিশে হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আসর বসেছিল দিল্লিতে। মেগা নিলামে মোট ২৭৭জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হয়েছে। সেখানে সবচেয়ে দামি প্লেয়ার হয়েছেন সদ্য বিশ্বজয়ী ভারতীয় সুপারস্টার দীপ্তি শর্মা।

কলকাতা: ছাব্বিশে হতে চলা উইমেন্স প্রিমিয়ার লিগের (Women’s Premier League) নিলামের আসর বসেছিল দিল্লিতে। মেগা নিলামে মোট ২৭৭জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হয়েছে। সেখানে সবচেয়ে দামি প্লেয়ার হয়েছেন সদ্য বিশ্বজয়ী ভারতীয় সুপারস্টার দীপ্তি শর্মা (Deepti Sharma)। শুধু তাই নয়, উইমেন্স প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দামি প্লেয়ারও হয়েছেন দীপ্তি। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে সবচেয়ে বেশি ৩ কোটি ৪০ লক্ষ টাকা পেয়েছিলেন স্মৃতি মান্ধানা। তাঁকে কিনেছিল আরসিবি। এ বার দীপ্তি পেলেন কত টাকা? তাঁকে কিনল কোন দল? আর অন্য কোন তারকা গেলেন কোন টিমে, পেলেন কত দাম? জানুন বিস্তারিত।
একগুচ্ছ সেরা ক্রিকেটারকে ৫ টিম মেগা নিলামের আগে রিটেন করে রেখেছিল। যেমন – মুম্বই ধরে রেখেছিল হরমনপ্রীত কৌর, ন্যাট সিভার ব্রান্ট, হেইলি ম্যাথেউজ, আমনজোৎ কৌরদের মতো প্লেয়ারদের। এ ছাড়া আরসিবি স্মৃতি মান্ধানা, এলিস পেরি, রিচা ঘোষ ও শ্রেয়াঙ্কা পাটিলকে ধরে রেখেছিল। অপরদিকে দিল্লি শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগজ, মারিজানে কাপ, অ্যানাবেল সাদারল্যান্ডদের রিটেন করে রেখেছিল। গুজরাট জায়ান্টস বেথ মুনি ও অ্যাশলে গার্ডনারকে রেখে দিয়েছিল। তবে দীপ্তির ক্ষেত্রে তেমনটা করেনি ইউপি ওয়ারিয়র্স।
দীপ্তি সবচেয়ে দামি
এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলামে ৩ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছে তাঁরই দল ইউপি ওয়ারিয়র্স। আসলে দীপ্তিকে দলে ফেরানোর জন্য ইউপি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেছে। তাঁর জন্য বিড করে দিল্লি ক্যাপিটালস। তখন দর ছিল ৫০ লক্ষ। এরপর বিড করতে করতে তা গিয়ে দাঁড়ায় ৩ কোটি ২০ লক্ষ টাকা। এরপর রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে বিশ্বজয়ী দীপ্তিকে দলে টেনে নেয় ইউপি।
এক ঝলকে দেখে নিন এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা নিলামে সবচেয়ে বেশি দাম পাওয়া ৫ ক্রিকেটার—
- দীপ্তি শর্মা – ৩ কোটি ২০ লক্ষ টাকা – ইউপি ওয়ারিয়র্স
- অ্যামেলিয়া কের – ৩ কোটি টাকা – মুম্বই ইন্ডিয়ান্স
- শিখা পান্ডে – ২ কোটি ৪০ লক্ষ টাকা – ইউপি ওয়ারিয়র্স
- সোফি ডিভাইন – ২ কোটি টাকা – গুজরাট জায়ান্টস
- মেগ ল্যানিং – ১ কোটি ৯০ লক্ষ টাকা – ইউপি ওয়ারিয়র্স
