IND vs ENG: স্ট্যান্ডে বাবা, সেঞ্চুরি হাঁকিয়েও বড় আক্ষেপ শুভমন গিলের
India vs England 2nd Test: গ্য়ালারিতে ছিলেন শুভমনের বাবা। অবশেষে ছেলের স্বস্তির সেঞ্চুরি দেখলেন। কিছু বলেছেন? শুভমনের মুখে হাসি, 'হোটেলে ফিরে বুঝতে পারব বাবা খুশি কিনা। আমার বেশির ভাগ ম্যাচেই বাবা স্ট্যান্ডে থাকে। বাবার উপস্থিতি আমার কাছে প্রেসার নয়, বরং অনেক বেশি আনন্দের।' চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। ভারতের চাই ৯ উইকেট, ইংল্যান্ডের চাই আরও ৩৩২ রান। কী মনে হয় শুভমনের?

কলকাতা: নতুন পজিশনে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না! টানা ব্যর্থতায় মাটির তলার জমি সরছিল। প্রশ্ন উঠছিল দলে থাকা নিয়ে। একটা সেঞ্চুরিতে অনেক ম্যাচের লাইফলাইন পেলেন শুভমন গিল। ভারতের মাটিতে টেস্টে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামা ব্যাটার সেঞ্চুরি করছেন! ২০১৮ সালের পর ফের এই দৃশ্য দেখা গেল। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল ভারত। সেখান থেকেই নতুন পজিশনে ব্যাটিং শুভমনের। একটা সেঞ্চুরির ইনিংসের পরও অবশ্য নানা আক্ষেপ। স্ট্যান্ডে ছিলেন বাবা। কী বলছেন শুভমন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি শুভমনের। স্বস্তির সেঞ্চুরিও বলা যায়। তারপরও আক্ষেপ! দিনের খেলার শেষে সম্প্রচারকারী চ্যানেলে শুভমন বলেন, ‘সেঞ্চুরি করে অবশ্যই ভালো লাগছে। তবে ওই সময় আউট হওয়া ঠিক হয়নি। আমার আরও কিছুক্ষণ ক্রিজে থাকা উচিত ছিল। চা বিরতির বোধ হয় আর ৫-৬ ওভার বাকি ছিল। আমার উচিত ছিল, ওই সময় সতর্ক হয়ে খেলা এবং বিরতির পর রানের জন্য ঝাঁপানো।’
গ্যালারিতে ছিলেন শুভমনের বাবা। অবশেষে ছেলের স্বস্তির সেঞ্চুরি দেখলেন। কিছু বলেছেন? শুভমনের মুখে হাসি, ‘হোটেলে ফিরে বুঝতে পারব বাবা খুশি কিনা। আমার বেশির ভাগ ম্যাচেই বাবা স্ট্যান্ডে থাকে। বাবার উপস্থিতি আমার কাছে প্রেসার নয়, বরং অনেক বেশি আনন্দের।’
চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়েছে। ভারতের চাই ৯ উইকেট, ইংল্যান্ডের চাই আরও ৩৩২ রান। কী মনে হয় শুভমনের? বলছেন, ‘এই মুহূর্তে ম্যাচ ৭০-৩০। সকালে প্রথম সেশনে বোলাররা ভালো পারফর্ম করতে পারলে, ফল আমাদের পক্ষেই যাবে। আর এই পিচে শট খেলা সহজ নয়। হঠাৎ কিছু বল টার্ন করছে, কিছু ডেলিভারি নীচু থাকছে। সকালের সেশন গুরুত্বপূর্ণ।’





