BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়া

Devajit Saikia: জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন বোর্ড সচিবের পদ ফাঁকা ছিল। সেই পদে বসবেন কে, তা নিয়ে বিরাট জল্পনাও হয়েছিল। এরই মাঝে সকলকে গোল দিয়ে এগিয়ে যান অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সইকিয়া।

BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়া
BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়াImage Credit source: PTI

Jan 12, 2025 | 2:19 PM

কলকাতা: গত বছরের ডিসেম্বরে আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তিনি তার আগে দীর্ঘদিন ধরে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন বোর্ড সচিবের পদ ফাঁকা ছিল। সেই পদে বসবেন কে, তা নিয়ে বিরাট জল্পনাও হয়েছিল। এরই মাঝে সকলকে গোল দিয়ে এগিয়ে যান অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সইকিয়া। অন্তর্বর্তী সময়ের জন্য সচিব হিসেবে দেবজিতের নাম ঘোষণা করেছিল বিসিসিআই। এ বার তাঁর উপরই পুরো আস্থা রাখল বোর্ড। বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি (BCCI New Secretary) এ বার দেবজিৎ সইকিয়াই।

দেবজিৎ সইকিয়াকে বোর্ড সভাপতি রজার বিনি এক চিঠি লেখেন। তাতে তিনি লেখেন, বোর্ডের সংবিধান মেনেই এই দায়িত্ব দেওয়া হল দেবজিৎকে। যতদিন না নতুন স্থায়ী সচিব ঠিক হবে, ততদিন তিনিই দায়িত্বে থাকবেন। এর আগে জানা গিয়েছিল, এ বছরের সেপ্টেম্বর অবধি বোর্ড সচিবের অন্তবর্তী দায়িত্বে থাকবেন দেবজিৎ সইকিয়া। কিন্তু তার আগেই তাঁর পদ স্থায়ী হয়ে গেল।

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক্সে, বিসিসিআই সভাপতি হওয়ার জন্য দেবজিৎ সইকিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে।

৫৫ বছর বয়সী দেবজিৎ সইকিয়ার ক্রিকেট কেরিয়ার খুব লম্বা ছিল না। তিনি উইকেটকিপার-ব্যাটার ছিলেন। ১৯৯০-১৯৯১ তিনি অসমের হয়ে ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তাতে করেন ৫৩ রান। এই ৪ ম্যাচে তিনি নিয়েছিলেন ৮টি ক্যাচ। সঙ্গে একটি স্টাম্পিং।