Neeraj Chopra: ক্রিকেটের জার্সিতে নীরজ, ধোনির দলে অলিম্পিক সোনাজয়ী

চেন্নাই সুপার কিংসের কাছ থেকে সম্মানিত হওয়ার পর নীরজ বলেন, 'এই সম্মানের জন্য সিএসকে-কে ধন্যবাদ। খুব ভালো লাগছে। গত ২ মাস ধরে অনেক নতুন অভিজ্ঞতারই মুখোমুখি হচ্ছি। আমি ভাবিনি, সোনা জেতার পর আমাকে এ ভাবে সম্মানিত আর পুরষ্কৃত করবে সবাই। আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল। খুব ভালো লাগছে। আশা করি, আরও পরিশ্রম করে ভবিষ্যতে আরও ভালো ফল করব।'

Neeraj Chopra: ক্রিকেটের জার্সিতে নীরজ, ধোনির দলে অলিম্পিক সোনাজয়ী
নীরজ চোপড়া। ছবি: টুইটার

| Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 31, 2021 | 3:20 PM

চেন্নাই: ফের সংবাদের শিরোনামে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ধোনির দলে এ বার অলিম্পিক (Olympics) সোনাজয়ী (Gold Medal Winner)। টোকিও অলিম্পিকে সোনাজয়ী জ্যাভলিন (Javelin) থ্রোয়ার নীরজ চোপড়াকে (Neeraj Chopra) সম্মানিত করল ধোনির টিম। সোনার ছেলের হাতে বিশেষ জার্সিও তুলে দিল চেন্নাই সুপার কিংস।

নীরজ চোপড়ার হাতে বিশেষ জার্সি তুলে দেন চেন্নাই সুপার কিংসের সিইও কেএস বিশ্বনাথন। জার্সির পিছনে লেখা নীরজ চোপড়ার নাম। জার্সি নম্বর ৮৭৫৮। কিন্তু কেন এই নম্বর? এই জার্সি নম্বরের পিছনেও রয়েছে বিশেষত্ব। টোকিও অলিম্পিকে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়েই সোনা এনে দেন নীরজ। তাই ওই নম্বরের জার্সিই তুলে দেওয়া হয় সোনার ছেলের হাতে। ব্যক্তিগত ইভেন্টে অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে সোনা জেতেন নীরজ। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও দিনই পদক জেতেনি স্বাধীন ভারত। সেই আক্ষেপই মেটান নীরজ চোপড়া। দেশকে প্রথম বার ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদক এনে দিয়ে ইতিহাস তৈরি করেন। আর সেই পদকের রং আবার সোনালি। জার্সির পাশাপাশি নীরজ চোপড়াকে ১ কোটি টাকা পুরষ্কার মূল্যও দেয় চেন্নাই সুপার কিংস।

 

 

চেন্নাই সুপার কিংসের কাছ থেকে সম্মানিত হওয়ার পর নীরজ বলেন, ‘এই সম্মানের জন্য সিএসকে-কে ধন্যবাদ। খুব ভালো লাগছে। গত ২ মাস ধরে অনেক নতুন অভিজ্ঞতারই মুখোমুখি হচ্ছি। আমি ভাবিনি, সোনা জেতার পর আমাকে এ ভাবে সম্মানিত আর পুরষ্কৃত করবে সবাই। আমার কাছে এটা অপ্রত্যাশিত ছিল। খুব ভালো লাগছে। আশা করি, আরও পরিশ্রম করে ভবিষ্যতে আরও ভালো ফল করব।’

সিএসকের সিইও কেএস বিশ্বনাথন বলেন, ‘নীরজের জন্য গোটা দেশ গর্বিত। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতেছে। আগামী প্রজন্মের কাছে ও এক অনুপ্রেরণা হয়ে থাকবে। ৮৭.৫৮ সংখ্যাটা ভারতীয় খেলাধূলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ওকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে দেশকে আরও অনেক সাফল্য এনে দেবে নীরজ, এই কামনাই করি।’

 

আরও পড়ুন: Sergio Aguero: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে বার্সেলোনার সের্জিও আগুয়েরো