AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টেস্ট থেকে অবসর নিলেন বিরাট, জানেন ম্যাচ পিছু তাঁর রোজগার কত ছিল?

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাম, যিনি রোজগারের নিরিখে সর্বদাই থেকেছেন আলোচনার কেন্দ্রে। অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। BCCI A+ তালিকায় চুক্তিবদ্ধ থাকতেন তিনি। যাঁর ক্রিকেট থেকে বছরে গড় আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা।

টেস্ট থেকে অবসর নিলেন বিরাট, জানেন ম্যাচ পিছু তাঁর রোজগার কত ছিল?
Image Credit source: BCCI
Follow Us:
| Edited By: | Updated on: May 12, 2025 | 3:32 PM

সোমবার সকালেই মন ভাঙল ক্রিকেট প্রেমীদের। ‘বিরাট বিদায়’ পোস্টে ভরতে থাকল নেটদুনিয়ার পাতা। নাহ, ২২ গজ থেকে পুরোপুরি অবসর নিলেন না তিনি। তবে টেস্ট ম্যাচে তাঁকে আর দেখা যাবে না। সোমবার নিজেই সেই সিদ্ধান্তের কথা সকলের সামনে আনলেন বিরাট।

ইনস্টাগ্রামে একটি পোস্টে অবসর ঘোষণায় বিরাট কোহলি লিখেছেন, ‘সিদ্ধান্তটা সহজ ছিল না, কিন্তু সঠিক মনে হয়েছে। টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাগি ব্লু পরার ১৪ বছর হয়ে গিয়েছে। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে তা কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা সারা জীবন আমার সঙ্গী হয়ে থাকবে। সাদা পোশাকে খেলার মধ্যে গভীরভাবে ব্যক্তিগত কিছু রয়েছে। শান্ত পরিবেশ, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু তা চিরকাল আপনার সঙ্গে থাকে।’

বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাম, যিনি রোজগারের নিরিখে সর্বদাই থেকেছেন আলোচনার কেন্দ্রে। অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে তিনি একজন। BCCI A+ তালিকায় চুক্তিবদ্ধ থাকতেন তিনি। যাঁর ক্রিকেট থেকে বছরে গড় আয় ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা। যে টেস্ট ম্যাচ থেকে তিনি অবসর নিলেন, জানেন সেই টেস্ট ম্যাচ থেকে তাঁর রোজগার কত ছিল? টেস্ট ম্যাচ পিছু তিনি আয় করেন ১৫ লাখ টাকা। ওয়ান ডে ইনিংস থেকে তিনি আয় করেন ৬ লাখ টাকা। T20 ইনিংস থেকে তাঁর আয় ৩ লাখ টাকা।

২০২৫-এর রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১,০৫০ কোটি টাকা। ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী বিরাট কোহলির ব্রান্ড ভ্যালুয়েশন ১,৯০০ কোটি টাকা। বলিউডের প্রথম সারির অভিনেতাদের থেকে কোনও অংশেই পিছিয়ে নেই তিনি। OneCricket-এর রিপোর্ট অনুযায়ী আইপিএল থেকে তাঁর আজ পর্যন্ত মোট রোজগার ২১২.৪৪ কোটি টাকা।