নয়াদিল্লি: ৩ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন। কিন্তু এখনও তিনি দেশের জার্সিতে খেলার স্বপ্ন দেখা ছাড়েননি। দেশের হয়ে আবার ২২ গজে নামতে চান তিনি। ৩৬ বছর বসয়ী ভারতীয় উইকেটকিপার-ব্যাটার দীনেশ (Dinesh Karthik) কার্তিক, সম্প্রতি এমন ইচ্ছের কথাই প্রকাশ করেছেন। বিশেষ করে তিনি আশাবাদী, আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20) ক্রিকেটে তিনি এখনও ফিনিশারের ভূমিকা নিতে পারেন।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দীনেশ কার্তিক বলেন, “আমি সত্যি দেশের হয়ে আবার খেলার উচ্চাকাঙ্খা পোষণ করি। আমি তার জন্য সব কিছু করতে চাই। এটাই আমার চূড়ান্ত লক্ষ্য। আমি সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য প্রশিক্ষণ নিচ্ছি এবং জোরকদমে অনুশীলন চালিয়ে যাচ্ছি। আমি আগামী তিন বছর খেলাধুলা চালিয়ে যেতে চাই। আমি এখনও খেলাটা উপভোগ করি।”
দীনেশ কার্তিক ২০১৯ বিশ্বকাপে ভারতের হয়ে শেষ বার খেলেছিলেন। কিন্তু এখনও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ফিরে আসার ব্যাপারে আশাবাদী তিনি। সম্প্রতি তিনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন এবং আইপিএলেও খেলেন। দেশের হয়ে খেলার আশা নিয়েই তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “আমি তামিলনাড়ুর হয়ে নিজেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে যুক্ত রেখেছি। রাজ্য দলের হয়ে যে ধরণের সাফল্য আমরা পেয়েছি, তা অসাধারণ। এবং আমি এই সফরের অংশ হওয়ার পুরো বিষয়টা বেশ অনুভব করেছি। আমার আসল উদ্দেশ্য হল জাতীয় দলের জার্সিতে আবার খেলা। বিশেষ করে টি-২০ ফর্ম্যাটে। ওই ফর্ম্যাটে খেলার জন্য আমি এখনও আগুনের মতো জ্বলছি।”
ভারতের জার্সি গায়ে চাপিয়ে আবার টি-২০ খেলার ইচ্ছে প্রকাশ করার পাশাপাশি ডিকে আরও বলেন, “শেষ টি-২০ বিশ্বকাপে ভারতের নজর দেওয়ার মতো জায়গাটা ছিল ফিনিশারের ভূমিকা নিয়ে। ওই ভূমিকাটা আমি পালন করতে আগ্রহী। দীর্ঘদিন ধরে পরিসংখ্যান ও পারফরম্যান্সের দিকে নজর দিলে, দেখা যাবে আমি সীমিত সময়ে ভারতীয় জার্সিতে ও ফ্র্যাঞ্চাইজিতে নিজের দায়িত্বটা ঠিক ভাবেই পালন করেছি।”
দীনেশ কার্তিক দেশের হয়ে ২৬টি টেস্ট, ৯৪ একদিনের ম্যাচ এবং ৩২ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন।
আরও পড়ুন: ভারতকে মিডল অর্ডারে উদ্ধার করতে যোগ্য জাডেজা, বলছেন কার্তিক
আরও পড়ুন: Ravichandran Ashwin: ব্যাট হাতে ‘পুষ্পা’র শ্রীবল্লি নাচে মজলেন অশ্বিন