কলকাতা: সালটা ২০১৩… মাঝ রাতে ঘরের মধ্যে যেন কেউ ঘুরছে। এই দৃশ্য দেখে তাঁর গা বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গেল… শরীর ঠিক যেন অবশ হয়ে গেল… আর তারপর… অতীতের স্মৃতি খুলে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক (Dinesh Karthik)। বিদেশ সফরে গিয়ে ভারতীয় ক্রিকেটারদের অনেক সময় অদ্ভুত অভিজ্ঞতা হয়। দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের লুমলি ক্যাসেলে ভয়ঙ্কর অভিজ্ঞতা সকল ক্রিকেট প্রেমীদের প্রায় জানা। প্রোটিয়া সফরে গিয়ে নিজের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা এ বার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ডিকে।
১১ বছর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ঠিক কী হয়েছিল দীনেশ কার্তিকের সঙ্গে? সম্প্রতি ক্রিকবাজ নামের এক ক্রিকেট ওয়েবসাইটে দীনেশ কার্তিক সেই ঘটনার কথা বলেন। তিনি জানান, ২০১৩ সালে এক ত্রিদেশীয় সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল ভারতীয় ক্রিকেট টিম। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ভারত সেই সিরিজে খেলেছিল। সেখানেই তাঁর সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত কাণ্ড।
সে বার রেনবো নেশনে পৌঁছে টিম ইন্ডিয়া সেখানে গিয়ে উঠেছিল সান সিটি, লাক্সারি রিসর্টে। দীনেশ কার্তিক বলেন, ‘আমরা যখন সান সিটিতে ছিলাম, ভীষণ অস্বস্তি হত। আমার মনে হত রাতে রুমের মধ্যে কেউ ঘোরাফেরা করছে। আমি পরিষ্কার করে বলতে পারব না, সেটা ঠিক কী ছিল। কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল।’
বিদেশে খেলতে গিয়ে গা ছমছমে সেই অভিজ্ঞতা আজও ভোলেনি ডিকে। ২২ গজে নিজের সেরা ইনিংস যেমন ক্রিকেটারদের মনে থাকে, তেমনই তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অবাক করা ঘটনাগুলোও তাঁরা চিরকাল মনে রাখেন।