AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DK: রাজকোটে মাহির রেকর্ড ভাঙলেন ‘বুড়ো’ কার্তিক

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-২০তে এই ফরম্যাটে কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেছেন দীনেশ কার্তিক। ২৭ বলে ৫৫ রানের এই ইনিংসে ডিকে-র ব্যাটে ভাঙল মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।

DK: রাজকোটে মাহির রেকর্ড ভাঙলেন 'বুড়ো' কার্তিক
ম্যাচের সেরা দীনেশ কার্তিকImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 18, 2022 | 12:16 PM
Share

রাজকোট : ২০০৬ সালের ডিসেম্বরে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ফরম্যাটে (T-20) অভিষেক হয়েছিল দীনেশ কার্তিকের (Dinesh kartik)। অভিষেক ম্যাচে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও পান। তারপর টানা ১৬ বছরের অপেক্ষা। কুড়ি বিশে প্রথম অর্ধশতরান পেতে ১৬টা বছর লেগে গেল দীনেশ কার্তিকের। শুক্রবার রাজকোটে ২৭ বলে ৫৫ রান করলেন ডিকে। প্রতিপক্ষ সেই দক্ষিণ আফ্রিকা(India vs SA)। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে নয়টি চার ও দুটি ছক্কা হাঁকালেন। স্ট্রাইক রেট ২০৩.৭। হার্দিক পান্ডিয়ার সঙ্গে তাঁর ৬৫ রানের পার্টনারশিপ তেম্বা বাভুমাদের ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

লোয়ার মিডল অর্ডারে ৩৭ বছরের কার্তিককে দেখে অনেকেরই মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গিয়েছে। ফিনিশার ধোনির কথা আলাদা করে কিছু বলার নেই। ডিকে মধ্যে এমএসের ছায়া দেখতে পাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আইপিএল-২০২২ এ আরসিবির জার্সিতে ফিনিশার ডিকের উত্থান দেখেছে গোটা বিশ্ব। এ বার দেশের জার্সিতেও সেই ফিনিশার ডিকের ইনিংস উপভোগ করছে ক্রিকেটপ্রেমীরা। তবে শুধু তুলনাই নয়, এদিন অজান্তেই দেশের সবচেয়ে সফল ক্যাপ্টেনের রেকর্ড ভেঙে ফেলেছেন কার্তিক। সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরানকারী ভারতীয় খেলোয়াড় এখন তিনিই। শুক্রবার রাজকোটের চতুর্থ টি-২০ ম্যাচের আগে যা ছিল ধোনির দখলে। ২০১৮ সালে ৩৬ বছর বয়সে এই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই অর্ধশতরান করেছিলেন মাহি।

টি-২০-তে অর্ধশতরানকারী বেশি বয়সী ভারতীয় ক্রিকেটারদের তালিকা

৩৭ বছর, ১৬ দিন- দীনেশ কার্তিক, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০২২ সাল

৩৬ বছর, ২২৯ দিন- মহেন্দ্র সিং ধোনি, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ২০১৮ সাল

৩৫ বছর ১দিন- শিখর ধাওয়ান, বিপক্ষ অস্ট্রেলিয়া,২০২০ সালে

একবার ফের এই ফরম্যাটে ম্যাচের সেরা হয়ে বেজায় খুশি। ম্যাচের পরে বললেন, “১৬ বছর পর অর্ধশতরান করে দারুণ লাগল। এখন দলের মধ্যে নিজেকে সুরক্ষিত মনে হচ্ছে। গত কয়েকটি ম্যাচে অনেক কিছুই আমার পক্ষে যায়নি। তা সত্ত্বেও আমার প্রতি বিশ্বাস হারায়নি দল। এখন আমি পরিস্থিতি আরও ভাল বুঝতে পারি। যা অভিজ্ঞতার মধ্য দিয়েই প্রাপ্ত হয়।” রাজকোটের পারফরম্যান্সের কৃতিত্ব অবশ্য কোচ রাহুল দ্রাবিড়কে দিচ্ছেন কার্তিক। বললেন, দ্য ওয়ালের আগমনের পর বদলে যাওয়া সাজঘরে পরিবেশের কথা।

ছয় মেরে আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে প্রথম অর্ধশতরান করলেন কার্তিক। বৈচিত্রে ভরা শটে ব্যতিব্যস্ত করলেন। বিশেষ করে বলতে হয় কেশব মহারাজের বোলিংয়ে রিভার্স পুল শটের কথা। শর্ট থার্ডম্যানের উপর দিয়ে চার। পেসারকে স্লগ সুইপ! চক্ষু ছানাবড়া করে দেওয়ার মতোই ব্যাটিং কার্তিকের। ২৭ বলে ৫৫ রানের ইনিংসে বিনোদন, দলকে ভরসা সবই দিলেন।ম্যাচের সেরার পুরস্কার গিয়েছে কার্তিকের ঝুলিতে।