দলীপ ট্রফির প্রথম রাউন্ড শুরু হচ্ছে। ভারত এ দল ও ভারত বি দল নামছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারত এ ও বি-দলের অনেকের কাছেই হোম গ্রাউন্ড। যেমন মায়াঙ্ক আগরওয়াল, লোকেশ রাহুল। আবার আইপিএলের সৌজন্যেও চিন্নাস্বামীকে হোম গ্রাউন্ড বলা যেতে পারে আকাশ দীপ, যশ দয়ালের ক্ষেত্রে। এ বারের দলীপ ট্রফি ঘিরে উন্মাদনার শেষ নেই। তার অন্যতম কারণ, তারকা সমাবেশ। জাতীয় দলে জায়গা পাকা হলে তাঁদের আর সহজে ঘরোয়া ক্রিকেটে দেখা যায় না। এ বার সেই সুযোগ নেই। ভারতীয় বোর্ডের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। বেঙ্গালুরু পর্বে কী কী নজরে থাকবে?
বেঙ্গালুরু পর্বে মূল লড়াই ধরা যেতে দুই কিপারের। এ টিমে রয়েছেন ধ্রুব জুরেল। বি-দলে ঋষভ পন্থ। গাড়ি দূর্ঘটনা এবং দীর্ঘ চোট থেকে ফেরার পর প্রথম বার লাল-বলের ক্রিকেটে নামছেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন ধরে নেটে প্র্যাক্টিসও করছেন। তবে নেট আর ম্যাচ প্র্যাক্টিস এক নয়। ঋষভ পন্থের অনুপস্থিতিতে টেস্টে কিপিংয়ে দেখা গিয়েছে লোকেশ রাহুল, ঈশান কিষাণকেও। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের আগে ঈশান হঠাৎই ছুটি নেওয়ায় চাপে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। রাহুলকে সেখানে কিপিং করানো হয়। যদিও ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পেশালিস্ট কিপার চাইছিল টিম ম্যানেজমেন্ট।
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে শুরুর দিকে শ্রীকার ভরতকে খেলানো হলেও ভরসা দিতে পারেননি। এই সিরিজে টেস্ট অভিষেক হয় ধ্রুব জুরেলের। কিপিংয়ে ভরসা দিয়েছেন। তেমনই ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন। ঋষভ ফেরায় ধ্রুব জুরেল টেস্টে জায়গা ধরে রাখতে পারবেন কিনা, এ বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দলীপের প্রথম রাউন্ডে ভালো পারফর্ম করতে পারলে বাংলাদেশ সিরিজে ঋষভের ব্যাক আপ হিসেবে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকেই। সে-কারণেই এই ম্যাচে দু-জনের পারফরম্যান্সে কড়া নজর থাকবে নির্বাচকদের।
দলীপ ট্রফির এই ম্যাচ টেলিভিশনে দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। শুধু তাই নয়, মোবাইলে জিও সিনেমার অ্যাপেও দেখা যাবে ভারতীয় দলের তারকাদের ঘরোয়া ক্রিকেটের এই ম্যাচে। ম্যাচ শুরু হবে সকাল ৯.৩০ থেকে।
ভারত এ স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, তিলক ভার্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্বথ কাবেরাপ্পা, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত
ভারত বি স্কোয়াড- অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত অবস্তি, নারায়ণ জগদীশন