AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duleep Trophy: আজ দলীপের ফাইনালে নামছেন পূজারা-সূর্যরা, ম্যাচ দেখা যাবে…

Duleep Trophy 2023, Final: পূজারার কাছে ব্যক্তিগত লড়াইও। টেস্ট দলে ফেরা খুবই কঠিন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলে, নির্বাচকরা তাঁকে নিয়ে ভাবতে বাধ্য হবেন। সাউথ জোনের অধিনায়ক হনুমা বিহারি এবং সহ অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের কাছেও ব্যক্তিগত লড়াই।

Duleep Trophy: আজ দলীপের ফাইনালে নামছেন পূজারা-সূর্যরা, ম্যাচ দেখা যাবে...
Image Credit: twitter
| Edited By: | Updated on: Jul 12, 2023 | 12:30 AM
Share

দলীপ ট্রফির ফাইনাল শুরু হচ্ছে আজ থেকে। গত বারের মতো এ বারও ফাইনালে মুখোমুখি সাউথ জোন এবং ওয়েস্ট জোন। এক দিকে যেমন চ্যাম্পিয়ন হওয়ার তাগিদ, তেমনই ব্যক্তিগত পারফরম্যান্সেও লক্ষ্য। ওয়েস্ট জোনে রয়েছেন চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটার। তাদের কাছে লক্ষ্য থাকবে ফাইনালেও ভালো পারফর্ম করা। ভারতীয় সময় অনুযায়ী, আজ সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। যদিও স্কোয়াডে জায়গা হয়নি পূজারা, স্কাইয়ের। তাঁদের লক্ষ্য দলীপে ভালো পারফর্ম করে লাল বলে পরবর্তী সিরিজের জন্য নির্বাচকদের ভাবনায় রাখা। তেমনই প্রত্যাবর্তনের আশায় হনুমা বিহারি, মায়াঙ্ক আগরওয়ালরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দলগত ভাবে ওয়েস্ট জোনের পরিসংখ্যান খুবই ভালো। এখনও অবধি ৩৪ বার ফাইনালে উঠেছে তারা। এর মধ্যে ১৯ বারই চ্যাম্পিয়ন। দলীপের ইতিহাসে সফলতম দল ওয়েস্ট জোন। ১৪তম খেতাবের লক্ষ্যে নামছে সাউথ জোন। গত বার দলীপের ফাইনালে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ওয়েস্ট জোনের কাছে ২৯৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিল সাউথ। এ বার অবশ্য রাহানে নেই। তবে সূর্যকুমার, পূজারা দারুণ ছন্দে। সেমিফাইনালে ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন পূজারা। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন সূর্যকুমার যাদবও।

পূজারার কাছে ব্যক্তিগত লড়াইও। টেস্ট দলে ফেরা খুবই কঠিন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলে, নির্বাচকরা তাঁকে নিয়ে ভাবতে বাধ্য হবেন। সাউথ জোনের অধিনায়ক হনুমা বিহারি এবং সহ অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের কাছেও ব্যক্তিগত লড়াই। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর ফেরা হয়নি। দলীপের ফাইনালে বড় রান করে আবারও যোগ্যতা প্রমাণের সুযোগ মায়াঙ্ক, হনুমাদের সামনে। কোয়ার্টার ফাইনালে জোড়া হাফসেঞ্চুরি মায়াঙ্কের। সাউথ জোনের অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের ফিটনেস এবং পারফরম্যান্সেও নজর থাকবে। ওয়েস্ট জোনের জুটি পৃথ্বী শ এবং সরফরাজ খান এ বারের দলীপ ট্রফিতে নজর কাড়তে ব্যর্থ। সেমিফাইনালে পৃথ্বী ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি। সব মিলিয়ে তারকাদের হাইভোল্টেজ লড়াই শুরু হচ্ছে আজ থেকে।

ওয়েস্ট জোন বনাম সাউথ জোন, দলীপ ট্রফি ফাইনাল, সকাল ৯.৩০ থেকে সরাসরি সম্প্রচার বিসিসিআই টিভি এবং বিসিসিআইয়ের অ্যাপে।