IPL 2023 : ‘পুরো স্কুল জানত আমি ওর ক্রাশ ছিলাম’, অশ্বিনের অজানা প্রেমের কাহিনি শোনালেন প্রীতি
Ravichandran Ashwin and Prithi Love Story : ছেলেবেলা থেকেই একে অপরের পরিচিত হলেও রবিচন্দ্রন অশ্বিন ও প্রীতির প্রেমপর্বের সূচনা বেশ খানিকটা পরেই হয়েছিল।

জয়পুর : টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের অন্যতম সেরা অস্ত্র তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর স্পিন ভেলকিতে একাধিক তাবড় তাবড় প্রতিপক্ষ কাত হয়েছেন। চলতি আইপিএলে ভালো ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের অভিজ্ঞ স্পিনার। চলতি আইপিএলেই (IPL 2023) অশ্বিনের স্ত্রী ফাঁস করেছেন ব্যক্তিগত জীবনে তিনি কতটা রোম্যান্টিক। শুধু তাই নয়, অশ্বিনের অজানা প্রেমের কাহিনিও শুনিয়েছেন তাঁর স্ত্রী প্রীতি অশ্বিন। প্রাক্তন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সানিয়া মির্জা ‘জিও সিনেমা’-র ‘হ্যাঙ্গআউট’ শো-তে প্রীতিকে তাঁর ও অশ্বিনের প্রমপর্ব নিয়ে প্রশ্ন করেন। তাতেই প্রীতি জানান, স্কুলজীবন থেকেই অশ্বিন তাঁর প্রেমে হাবুডুবু খেতেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ছেলেবেলা থেকেই একে অপরের পরিচিত হলেও তাঁদের প্রেমপর্বের সূচনা বেশ খানিকটা পরেই হয়েছিল। প্রীতি বলেন, ”স্কুলজীবন থেকেই আমরা একে অপরকে চিনতাম। পরে বড় হয়ে আমরা আবার দেখা করি। আমি ওই সময় একটা ইভেন্ট কোম্পানিতে কাজ করতাম। অশ্বিনের যে আমার প্রতি ক্রাশ ছিল, সেটা গোটা স্কুল জানত। ও ক্রিকেট কেরিয়ার গড়তে চেয়েছিল, তাই স্কুল ছাড়ার পর আমাদের দেখা সাক্ষাৎ কমে গিয়েছিল। কখনও বা জন্মদিনের পার্টিতে তো কখনও প্রতিবেশী হিসেবে দেখা হত। এরপর আমি যখন সিএসকের অ্যাকাউন্ট দেখতাম যখন, তখন ফের আমার ওর সঙ্গে দেখা হয়। তখন রীতিমতো ৬ ফুটের অশ্বিনকে দেখতে পেলাম। ওকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, সপ্তম শ্রেণি থেকেই আমরা একে অপরকে চিনতাম।’
এক সময়ের সহপাঠীকেই জীবনসঙ্গী বানিয়েছেন অশ্বিন। ২ মেয়ে ও স্ত্রী প্রীতিকে নিয়ে এখন অশ্বিনের ভরা সংসার। অশ্বিনের প্রেমপর্বের গল্প করতে গিয়ে প্রীতি বলেন, ‘আমাকে একবার ও ক্রিকেট মাঠে দেখা করতে ডেকেছিল। সেখানে গিয়েই ও জানায় যে আমাকে ও স্কুল জীবন থেকেই পছন্দ করত। ১০ বছর কেটে গিয়েছে, এখনও সেই ভালোলাগাটা রয়েছে। আমরা কি আমাদের পরবর্তী জীবন একসঙ্গে কাটানোর কথা ভাবতে পারি?’ ব্যস সেই প্রস্তাবে সাড়া দিয়েছিলেন প্রীতি। তাই ক্লাসমেট থেকে এখন প্রীতি হয়েছেন অশ্বিনেক সহধর্মিনী।





