AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cricket: সুপার ওভারে ফয়সালা, এনসিসি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ড্রাগনস

Cricket News: ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ৬ দলের এই টুর্নামেন্ট। শুধুমাত্র বিনোদনই নয়, এই টুর্নামেন্ট থেকে যাতে নতুন প্রতিভা উঠে আসে সেদিকেই নজর থাকে। ফাইনালও হল থ্রিলার। শেষ অবধি চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর ড্রাগনস।

Cricket: সুপার ওভারে ফয়সালা, এনসিসি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ড্রাগনস
Image Credit: OWN Arrangement
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 9:47 PM
Share

সারা দেশে এখন ক্রিকেট প্রেমীদের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জ্বর। এর মাঝে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে মন্দ হয় না। সেটাই হল। রাজ্যের অনেক ক্রিকেটারের কাছেই দক্ষতা প্রমাণ, নজর কাড়ার মঞ্চ যে কোনও বড় টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্য এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ৬ দলের এই টুর্নামেন্ট। শুধুমাত্র বিনোদনই নয়, এই টুর্নামেন্ট থেকে যাতে নতুন প্রতিভা উঠে আসে সেদিকেই নজর থাকে। ফাইনালও হল থ্রিলার। শেষ অবধি চ্যাম্পিয়ন পূর্ব মেদিনীপুর ড্রাগনস।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে এই এনসিসি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় টিমগুলি। মূলত সেখানকার প্রতিভাকে তুলে আনতেই এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। বীরভূমের এমজিআর স্পোর্টস অ্যাকাডেমিতে বাংলার ৬টি দলকে নিয়ে এবারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় পূর্ব মেদিনীপুর ড্রাগনস ও আলিপুরদুয়ার থান্ডার্স।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আলিপুরদুয়ার থান্ডার্সের ক্যাপ্টেন দেবীপ্রসাদ রায়। শুরুটা একেবারেই ভালো হয়নি। নির্ধারিত ২০ ওভারে ১৩০ রান করে তারা। প্রাথমিক ভাবে এই স্কোর সহজ মনে হয়েছিল। যদিও পূর্ব মেদিনীপুর এই স্কোর পেরোতে পারেনি। ম্যাচ টাই হওয়ায় ভরসা সুপার ওভার। আর সেখানেও রুদ্ধশ্বাস পরিস্থিতি। সুপার ওভারে ১৬ রান তোলে পূর্ব মেদিনীপুর ড্রাগনস। এরপর বিকাস পাত্রর দুর্দান্ত বোলিং। আলিপুরদুয়ার থান্ডার্সকে মাত্র ৭ রানেই আটকে রাখে। সুপার ওভারে ৯ রানে জিতে চ্যাম্পিয়ন মেদিনীপুর ড্রাগনস।

টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন দেবীপ্রসাদ রায়। আলিপুরদুয়ারের হয়ে ১২ ম্যাচে ২৯৭ রানের পাশাপাশি ২৬টি উইকেট নেন তিনি। টুর্নামেন্টের সেরা ব্যাটার হয়েছেন দার্জিলিংয়ের নীলেশ রাই (১০ ম্যাচে ৪৯৬ রান)। এনসিসি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া।