England Cricket: ইসিবির বিরাট সিদ্ধান্ত, স্টোকস-বাটলারদের সমান টাকা পাবেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা
ECB: মেয়েদের ক্রিকেট দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ বার সেই জনপ্রিয়তা দেখেই বেতনের দিক থেকে সাম্যের পথে হাঁটল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
নয়াদিল্লি: ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত। এ বার আর ইংল্যান্ডের (England) মহিলা ও পুরুষ ক্রিকেট দলে থাকছে না বেতন-বৈষম্য। ক্রিকেট খেলিয়ে চতুর্থ দেশ হিসেবে এমন সিদ্ধান্ত নিল ইসিবি। ইংল্যান্ডের আগে ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা তাদের পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার পথে হেঁটেছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও (ICC) তাদের বিভিন্ন ইভেন্টে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান বেতনের কথা ঘোষণা করেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইসিবিতে আর থাকছে না বেতন-বৈষম্য
মেয়েদের ক্রিকেট দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ বার সেই জনপ্রিয়তা দেখেই বেতনের দিক থেকে সাম্যের পথে হাঁটল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মেয়েদের অ্যাসেজে এ বার রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছিল। যা দেখে পরিবর্তনের পথে হাঁটল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এতদিন বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের তুলনায় কম বেতন পেতেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা। এ বার আর এমনটা হবে না।
ইসিবি সিইও রিচার্ড গোল্ড বলেন যে, মহিলাদের ক্রিকেটে ইংল্যান্ডের উন্নতির ফলে এই পরিবর্তন হল। তিনি বলেন, ‘এ বারের গ্রীষ্মে মেয়েদের অ্যাসেজ প্রমাণ করেছে এ দেশে মহিলাদের ক্রিকেট কোন জায়গায় পৌঁছেছে। রেকর্ড সংখ্যক দর্শক এবং টেলিভিশন ভিউয়ারও মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তা প্রমাণ করছে।’
তিনি আরও বলেন, ‘মেয়েদের ক্রিকেটকে উন্নত করা বরাবরই আমাদের লক্ষ্য। আমরা চাই মহিলা অ্যাথলিটরা তাঁদের প্রিয় দলগত খেলা হিসেবে ক্রিকেটকে বেছে নিক। আমরা দেখেছি আমেরিকার দলগত খেলার মধ্যে সর্বাধিক উপার্জনকারী মহিলা ক্রীড়াবিদ হয়ে উঠছেন মহিলা ক্রিকেটাররা।’
ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইট ইসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত সে দেশের মেয়েদের এবং তরুণী ক্রিকেটারদের আরও উৎসাহিত করবে। উল্লেখ্য, ইসিবির এই পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম পরিমাণ ম্যাচ ফি-র সিদ্ধান্ত কার্যকরী হতে চলেছে আজ, ৩১ অগস্ট। আজ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট টিমের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা।