T20 World Cup 2024: মাত্র ১৯ বলেই জয় ইংল্যান্ডের, সুপার-৮ এর পথে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা!
England vs Oman: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ওমান। ওই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। রশিদ-উড-আর্চারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ওমান।
কলকাতা: অঙ্ক বড়ই জটিল— এ কথা অনেকেরই মনে হয়। এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) ইংল্যান্ডের (England) জন্যও এক অঙ্ক কাজ করছে। বিশেষ করে ওমানের বিরুদ্ধে জস বাটলারের ইংল্যান্ড মাত্র ১৯ বলে জেতার পর থেকে আলোচনা জোরাল হয়েছে। সুপার এইটের পথে পা বাড়াচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ওমানকে (Oman) ৮ উইকেটে হারানোর পর বাটলার ব্রিগেডের নেট রানরেট অনেক ভালো হয়ে গিয়েছে। যে কারণে ‘বি’ গ্রুপ থেকে ইংল্যান্ডের সুপার এইটে ওঠার প্রবল সম্ভাবনা রয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে গিয়েছে ওমান। শোয়েব খান ওমানের হয়ে সর্বাধিক রান (১১) করেন। ওমানের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রান করতে পারেননি। আদিল রশিদ ৪ ওভারে ১১ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। মার্ক উড ৩ ওভারে ১২ রান দিয়ে নেন ৩টি উইকেট। আর জোফ্রা আর্চার ৩.২ ওভারে ১ টি মেডেন সহ ১২ রান দিয়ে নেন ৩টি উইকেট।
এরপর ওমানের দেওয়া ৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই ঝটকা খায় ইংল্যান্ড। ওপেনার ফিল সল্টকে ১২ রানের মাথায় ফেরান বিলাল খান। এরপর দ্বিতীয় ওভারে উইল জ্যাকসের (৫) উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু তাতে জয় আটকায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মাত্র ১৯ রানেই কাঙ্খিত জয় তুলে নেন জস বাটলাররা। ২৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ডের ক্যাপ্টেন বাটলার আর ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। ১০১ বল বাকি থাকতেই ওমানের বিরুদ্ধে ইংল্যান্ডের এই জয় তাদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বড় জয়।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ওমানের তোলা ৪৭ রান হল টুর্নামেন্টের সর্বনিম্ন স্কোর। বিশ্বকাপে ওমান ম্যাচের আগে -১.৮০০ নেট রানরেট ছিল ইংল্যান্ডের। ওমানকে হারিয়ে ইংল্যান্ডের নেট রানরেট হয়েছে +৩.০৮১। যা এই মুহূর্তে গ্রুপ-বি-র দ্বিতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের থেকেও বেশি। এ বারের বিশ্বকাপে ওমানের সফর শেষ। ইংল্যান্ডের এখনও গ্রুপ পর্বে একটি ম্যাচ বাকি। এই ‘বি’ গ্রুপ থেকে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সুপার এইটে পৌঁছে গিয়েছে। আগামিকাল নামিবিয়াকে ইংল্যান্ড হারালে, আর রবিবার অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে হারালেই সুপার এইটে পৌঁছে যাবে ইংল্যান্ড। কারণ নেট রানরেটে স্কটিশদের থেকে এগিয়ে ইংলিশরা।