
ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ২০ জুন শুরু হচ্ছে টেস্ট সিরিজ। ভারতের এ দল ইতিমধ্যেই পৌঁছে একটি ম্যাচও খেলেছে। হেড কোচ গৌতম গম্ভীর এবং নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমন গিল সহ বাকিরাও রওনা হয়েছেন। ভারতীয় দল পৌঁছনোর আগেই ট্রফির নাম বদলে গেল। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ক্ষেত্রে যেমন দু-দেশের কিংবদন্তি দুই ক্রিকেটার সুনীল গাভাসকর ও অ্যালান বর্ডারের নামে ট্রফি দেওয়া হয়। বর্ডার-গাভাসকর ট্রফি নামে পরিচিত। তেমনই ভারত-ইংল্যান্ড সিরিজের ক্ষেত্রে ট্রফির নামকরণ হয়েছিল।
ইংল্যান্ডের মাটিতে সিরিজ হলে পতৌদি ট্রফি (ইফতিকার আলি খান পতৌদি এবং মনসুর আলি খান পতৌদির নামে)। তেমনই ভারতের মাটিতে এই সিরিজ হলে ট্রফির নাম ছিল অ্যান্থনি ডে মেলো ট্রফি (যিনি ভারতীয় বোর্ডের প্রথম সচিব এবং সভাপতি ছিলেন)। আসন্ন সিরিজ থেকে বদলে যাচ্ছে এই ট্রফির নাম। ইংল্যান্ডের মাটিতে এই পাঁচ ম্যাচের সিরিজে ট্রফির নাম হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি।
ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর এবং ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমসে অ্যান্ডারসনের নামে এই ট্রফি হবে। ইংল্যান্ড সফরে এই পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে ভারতের। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, ১১ জুন লর্ডসে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় এই ট্রফি উন্মোচন করবেন সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন। প্রথম বার এই ট্রফি শুভমনের হাতে উঠবে নাকি বেন স্টোকস, এর জন্য অপেক্ষা করতে হবে পাঁচ ম্যাচের সিরিজের ফলের জন্য।