IPL 2024 Auction: শেষ মুহূর্তে নিলাম থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের স্পিনার

IPL 2024 England Spinner: কিছুদিন পরই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। টেস্ট স্কোয়াডে রয়েছেন রেহান আহমেদও। জাতীয় দলে জায়গা পাকা করাই লক্ষ্য তরুণ লেগ স্পিনারের। নিলামে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন। শেষ মুহূর্তে নাম তুলে নিলেন রেহান। ভারতে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে ২২ মে থেকে ৩০ মে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

IPL 2024 Auction: শেষ মুহূর্তে নিলাম থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের স্পিনার
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 12:52 PM

কলকাতা: দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা মুখিয়ে আইপিএল খেলার জন্য। সকলেই দল পাবেন তা নয়। ইংল্যান্ডের একঝাঁক ক্রিকেটার আইপিএল খেলেন। তাদের অনেককেই ধরে রেখেছে আইপিএলের পুরনো দল। তেমনই অনেকে নিলামে নাম নথিভুক্ত করেছেন। এ বার মিনি অকশন। আইপিএলের দশটি ফ্র্যাঞ্চাইজি মিলিত ভাবে সর্বাধিক মাত্র ৭৭ জন ক্রিকেটারকে নেবে। নিলামে রেজিস্ট্রেশন করেছিলেন ১১০০-র ওপর ক্রিকেটার। এর মধ্যে নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে ৩৩৩ জনের। এই তালিকা থেকে শেষ মুহূর্তে নাম তুলে নিলেন ইংল্য়ান্ডের স্পিনার। বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

নিলামের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। উঠতি ক্রিকেটাররাও নাম লিখিয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ইংল্যান্ডের লেগ স্পিনার রেহান আহমেদ সিনিয়র দলেও সুযোগ পেয়েছেন। আইপিএলে নাম লিখিয়েছিলেন তিনিও। ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রশিদও রয়েছেন নিলামের তালিকায়। আদিল রশিদের মতো অভিজ্ঞ প্লেয়ারও রেহানকে ভাইয়ের মতো পছন্দ করেন। তার একটা কারণ, দু-জনেই লেগ স্পিনার। দ্বিতীয়ত অল্প বয়সেই রেহানের পারফরম্যান্স তাক লাগানোর মতোই।

কিছুদিন পরই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। টেস্ট স্কোয়াডে রয়েছেন রেহান আহমেদও। জাতীয় দলে জায়গা পাকা করাই লক্ষ্য তরুণ লেগ স্পিনারের। নিলামে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে নাম লিখিয়েছিলেন। শেষ মুহূর্তে নাম তুলে নিলেন রেহান। ভারতে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে ২২ মে থেকে ৩০ মে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব বিষয় মাথায় রেখে আইপিএল থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে করছেন রেহান।

কী হচ্ছে নিলাম ঘরে? সরাসরি আপডেট পেতে ক্লিক করুন

রেহান নাম তুললেও আদিল রশিদ, ক্রিস ওকস, ফিল সল্ট, হ্যারি ব্রুকের মতো ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা রয়েছেন। গত আইপিএল নিলামে বড় অঙ্কে টিম পেয়েছিলেন হ্যারি ব্রুক। যদিও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। তাঁকে রিটেন করেনি সানরাইজার্স হায়দরাবাদ।