Ashes 2023 : অ্যাসেজ শেষেও বিতর্ক, অস্ট্রেলিয়ার সঙ্গে উদযাপন করল না ইংল্যান্ড
England vs Australia : ২০২৩ অ্যাসেজ সিরিজের শেষটা হয়েছে নাটকীয়ভাবে। ইংল্যান্ড শেষ টেস্টের পঞ্চম দিনের তৃতীয় সেশনে ম্যাচ জিতে নেয়। এতে সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। সিরিজের সমাপ্তির পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একসঙ্গে ট্র্যাডিশনাল ড্রিঙ্কে চুমুক দিয়ে উদযাপন করলেন না। এতে বিতর্ক তৈরি হয়েছে।
লন্ডন : অ্যাসেজ সিরিজে (Ashes Series 2023) শেষটা ছিল রোমাঞ্চকর। ওভালে পঞ্চম টেস্টের শেষদিনে সিরিজের ফয়সালা হল। শেষদিনে ৪৯ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড। এই জয়ে সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। একটা সময় অস্ট্রেলিয়া দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল (Eng vs Aus)। ইংল্যান্ড তৃতীয় ও পঞ্চম টেস্ট জিতে নিয়েছে। ড্র হয়েছে চতুর্থ টেস্ট। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংলিশ টিম অস্ট্রেলিয়ার সঙ্গে ট্র্যাডিশনাল উদযাপন করতে অস্বীকার করে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নামেন ক্যাপ্টেন বেন স্টোকস (Ben Stokes)। কী সাফাই দিলেন স্টোকস? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ফক্স স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়া টিমের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইংল্যান্ডের উদযাপন করার ইচ্ছে ছিল না। এতে আমাদের কিছু যায় আসে না। কারণ ট্রফি আমাদের ঝুলিতেই রয়েছে। তবে সিরিজটি খুব কঠিন এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল। কিন্তু স্পোর্টসম্যান স্পিরিট মোটেও দেখা যায়নি। দ্বিতীয় টেস্টে জনি বেয়ারস্টোর স্টাম্পিং বিতর্কের পর ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছিলেন, তিনি অস্ট্রেলিয়া টিমের সঙ্গে উদযাপন করতে চান না। এদিকে সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের টিমের মুখপাত্র বলেছেন, ম্যাচের পর দুটি টিমেরই সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার পর পরিবারের সঙ্গে উদযাপন করেছে। দীর্ঘ সময় ধরে সেলিব্রেশন চলেছে। যে কারণে দুটি টিমকে একসঙ্গে পাওয়া যায়নি।
বিতর্কের সাফাই দিতে আসরে নামতে হয় ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকসকে। টুইটারে তিনি লেখেন, “ক্লোজিং সেরিমনি দীর্ঘক্ষণ ধরে চলেছে। যে কারণে চারিদিকে এত কথা হচ্ছে। আমরা ড্রেসিংরুমের পরিবর্তে নাইট ক্লাবে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি।”