Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup 2023: টস ভাগ্য সঙ্গ দিল না বাবরের, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা কি বেজে গেল?

ENG vs PAK, ICC World Cup 2023: পাকিস্তানের কাছে এ বারের বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার শেষ সুযোগ আজ। শনিবাসরীয় ম্যাচে মরিয়া লড়াই করতে চায় গ্রিন আর্মি। পাক ক্রিকেটারদের বুক কি দুরুদুরু করছে? করতেই পারে। আর সেটা হলে অস্বাভাবিক কিছু হবে না। আজকের ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরবেন, নাকি ইডেনেই হবে ভারত-পাক সেমিফাইনাল।

ICC World Cup 2023: টস ভাগ্য সঙ্গ দিল না বাবরের, বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ঘণ্টা কি বেজে গেল?
Follow Us:
| Updated on: Nov 11, 2023 | 3:59 PM

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

জটিল অঙ্ক সামনে। সেমিফাইনালে ওঠার শেষ সুযোগ। শনিবাসরীয় ম্যাচে মরিয়া লড়াই করতে চায় গ্রিন আর্মি। পাক ক্রিকেটারদের বুক কি দুরুদুরু করছে? করতেই পারে। আর সেটা হলে অস্বাভাবিক কিছু হবে না। আজকের ম্যাচের ওপর নির্ভর করছে পাকিস্তানের ক্রিকেটাররা দেশে ফিরবেন, নাকি ইডেনেই হবে ভারত-পাক সেমিফাইনাল। শনি-দুপুরে ক্রিকেটের নন্দনকাননের গ্যালারিতে হাজির দর্শকদের দেখা গেল, এক এক সময় ক্রিকেটারদের দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সব অপেক্ষার অবসান হওয়ার পথে। চতুর্থ সেমিফাইনালিস্ট পাওয়া যাবে আজই। এই ম্যাচে টস জেতা ভীষণ প্রয়োজন ছিল পাকিস্তানের (Pakistan) অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। আর সেটাই হল না। টস জিতলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। আর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসের সময় কী বললেন দুই দলের অধিনায়ক এবং দুই দলের একাদশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টস জিতে প্রথমে ব্যাটিং বাছার পর বাটলার বলেন, ‘ভালো উইকেট দেখাচ্ছে, আমরা প্রথমে ব্যাটিং বেছে নিলাম। একটু শুষ্কও দেখাচ্ছে, সেটাই কাজে লাগাতে চাই। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলব।’ প্রথমে বোলিং করতে হবে জানার পর বাবর বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু টস ভাগ্য সঙ্গ দিল না। আমাদের ভালো বোলাররা রয়েছে। তাঁদের ভালো ভাবে ব্যবহার করব। হাসান আলি আজ খেলবে না। ওর জায়গায় শাদাব খান একাদশে এসেছে।’

ইডেনে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে পাকিস্তানকে। তাই সেমির টিকিট পাওয়া ইতিমধ্যেই কার্যত অসম্ভব হয়ে গিয়েছে পাকিস্তানের জন্য। কিন্তু এখনও কঠিন অঙ্ক আছে পাকিস্তানের জন্য। আপাতত যেভাবে গ্রিন আর্মি আটকাতে পারে ইংল্যান্ডকে —

  • যদি ইংল্যান্ড ৫০ রান করে, তা হলে পাকিস্তানকে টার্গেট পূরণ করতে হবে ২ ওভারে।
  • যদি ইংল্যান্ড ১০০ রান করে, তা হলে পাকিস্তানকে টার্গেট পূরণ করতে হবে ২.৫ ওভারে।
  • যদি ইংল্যান্ড ২০০ রান করে, তা হলে পাকিস্তানকে টার্গেট পূরণ করতে হবে ৪.৩ ওভারে।
  • যদি ইংল্যান্ড ৩০০ রান করে, তা হলে পাকিস্তানতে টার্গেট পূরণ করতে হবে ৬.১ ওভারে।

ইংল্যান্ডের একাদশ – জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক, উইকেটকিপার), মইন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস আটকিনসন ও আদিল রশিদ।

পাকিস্তানের একাদশ – আবদুল্লা শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, আঘা সলমন, মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ।