James Anderson : রবিবার ৪১তম জন্মদিন, অবসর নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিলেন জিমি
রবিবার ৪১ বছরে পা দেবেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা উইকেটশিকারি জেমস অ্যান্ডারসন। তার আগেই অবসর নিয়ে চিন্তাভাবনা জানিয়ে দিলেন তিনি।
লন্ডন : ৩০ জুলাই ৪১ বছরে পা দেবেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson)। সাধারণত এই বয়সের অনেক আগেই অবসরের গ্রহে চলে যান পেস বোলাররা। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম জিমি। এখনও ইংল্যান্ডের হয়ে টেস্ট ফরম্যাটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে আর কতদিন চালিয়ে যেতে পারবেন তাতে সন্দেহ রয়েছে। বর্তমানে অ্যাসেজ সিরিজে খেলছেন জিমি। সিরিজে তাঁর পারফরম্যান্স মোটেও বলার মতো নয়। ধারাবাহিকতার অভাবে তৃতীয় টেস্টে দল থেকে বাদ পড়েছিলেন। তাঁর খারাপ ফর্মের ফল ভুগেছে ইংল্যান্ড দল। যদিও পঞ্চম টেস্টে জিমিকে রেখেই দল ঘোষণা করেছে বেন স্টোকসের ইংল্যান্ড টিম। অনেকের ধারণা চল্লিশোর্ধ্ব অ্যান্ডারসনের হয়তো এটাই শেষ টেস্ট। অ্যাসেজের পরই কি অবসরের ঘোষণা করে দেবেন অ্যান্ডারসন? জন্মদিনের প্রাক্কালে এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports –এর এই প্রতিবেদনে।
সীমিত ওভারের ফরম্যাট থেকে অনেক দিন আগেই সরে দাঁড়িয়েছিলেন। শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলেন অ্যান্ডারসন। ২০ বছর ধরে ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলছেন তিনি। এই ফরম্যাটে ৬৮৯টি উইকেট নিয়েছেন। তাতেও খিদে মেটেনি। এখনই ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানাতে চান না তিনি। অবসরের চিন্তাভাবনা থেকে অনেক দূরে ইংল্যান্ডের তারকা পেসার। ৪১তম জন্মদিনের আগে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এখনও তাঁর অনেক কিছু দেওয়ার রয়েছে। অ্যান্ডারসনের কথায়, “আমার মনে হয় না যে খারাপ বোলিং করছি বা গতি হারিয়েছি। এই দলের হয়ে এখনও আমার অনেক কিছু দেওয়ার রয়েছে। আসলে বোলারদের ৩০ বছর বয়স হয়ে গেলেই লোকে অবসর প্রসঙ্গ তোলে। কিন্তু গত তিন থেকে চার বছর ধরে আমি আগের মতোই বোলিং করেছি। অনেক নিয়ন্ত্রণে রয়েছি। আমার শরীর ভালো জায়গায় আছে। বোলিং দক্ষতাও আগের মতোই ভালো।”
অ্যাসেজ সিরিজে এখনও পর্যন্ত সাকুল্যে তাঁর উইকেট সংখ্যা ৫। ওভালে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ভালো বল করলেও মাত্র একটি উইকেট পেয়েছেন। সিরিজ ২-২ ব্যবধানে ড্র করার জোর প্রচেষ্টা নিয়ে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। অন্যদিকে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩-১ ব্যবধানে ইংরেজদের তাদেরই ঘরে হারিয়ে ট্রফি নিয়ে ফেরা।