IPL 2022: আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আচমকাই ধোঁয়াশা, আইপিএল-১৫ ৯ দলের?
বোর্ডের অন্দরে আচমকাই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি দলকে ঘিরে। কারণ, আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দল চালানোর জন্য সিভিসি ক্যাপিটালকে এখনও সরকারি ভাবে দায়িত্ব দেয়নি বোর্ড। আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। বোর্ডের (BCCI) এক কর্তা বিরক্তির সুরে বলেন, 'আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। সচিবকে জিজ্ঞাসা করুন। আমদাবাদের আইপিএল (IPL) দলের এই মুহূর্তে কি স্ট্যাটাস, সে ব্যাপারে আমাদের কোনও ধারণাই নেই।'
আমদাবাদ: পরের আইপিএলে (IPL) আমদাবাদ (Ahmedabad) ফ্র্যাঞ্চাইজি দলে খেলতে দেখা যেতে পারে শিখর ধাওয়ান (Shikhar Dhawan), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হার্দিক পান্ডিয়াদের (Hardik Pandya)। কোচ হতে পারেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। এক মাস ধরেই গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আচমকাই তৈরি হল সংশয়। সূত্রের খবর, এক মাস পেরিয়ে গেলেও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দলের আদৌ অস্তিত্ব আছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
গত ২৫ অক্টোবর ৫,৬২৫ কোটি টাকায় আমদাবাদের ফ্র্যাঞ্চাইজি কেনে সিভিসি ক্যাপিটাল (CVC Captal Partners)। এই কোম্পানিকে ঘিরে এরপর অনেক বিতর্কও তৈরি হয়। অভিযোগ ওঠে, সিভিসি ক্যাপিটাল একটি বেটিং সংস্থার সঙ্গে যুক্ত। যদিও বোর্ডের তরফ থেকে সরকারি ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি সেই প্রসঙ্গে। তবে বোর্ডের অন্দরে আচমকাই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি দলকে ঘিরে। কারণ, আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দল চালানোর জন্য সিভিসি ক্যাপিটালকে এখনও সরকারি ভাবে দায়িত্ব দেয়নি বোর্ড। আর এখানেই তৈরি হয়েছে জল্পনা। বোর্ডের (BCCI) এক কর্তা বিরক্তির সুরে বলেন, ‘আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। সচিবকে জিজ্ঞাসা করুন। আমদাবাদের আইপিএল (IPL) দলের এই মুহূর্তে কি স্ট্যাটাস, সে ব্যাপারে আমাদের কোনও ধারণাই নেই।’
বোর্ডের অপর এক শীর্ষকর্তা বলেন, ‘আমদাবাদ ফ্র্যাঞ্চাইজি দলের আর্থিক বিষয় এখনও ঝুলে রয়েছে। সেটা মিটে গেলেই সব জানিয়ে দেওয়া হবে।’ সূত্রের খবর, সিভিসি ক্যাপিটালের কর্তারা গত ২ সপ্তাহ ধরে মুম্বইতে থাকলেও বোর্ডের তরফ থেকে এখনও কোনও সবুজ সংকেত পায়নি তারা। আইপিএলের মেগা নিলামের (Auction) আগে ৩ ক্রিকেটারকে দলে নিতে পারবে নতুন ২ ফ্র্যাঞ্চাইজি। ১ ডিসেম্বর থেকে শুরু হবে প্রক্রিয়া। ২৫ ডিসেম্বর ডেডলাইন। এই ফ্র্যাঞ্চাইজি দলকে ঘিরে ধোঁয়াশা থাকলে, ২০২২ আইপিএল কি তাহলে ৯ দলের হবে? প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।
আরও পড়ুন: India vs New Zealand: ভরতের কিপিং স্কিলের কথা দ্রাবিড়ের কাছেই শুনেছিলাম: লক্ষ্মণ