AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup2023: বিরিয়ানির পর, ভারতের স্টেডিয়ামের গুণ গাইতে শোনা গেল বাবর আজমকে, কী? বলছেন তিনি

Babar Azam: দীর্ঘ ৭ বছর পর ভারতের মাটিতে পা দিয়েছে পাকিস্তান। এর আগে শেষ ২০১৬ টি-২০ বিশ্বকাপে অংশ নিতে ভারতে এসেছিল পাকিস্তান। তবে তখন এই দল ছিল না। ভারতে এসে তাঁদের একবারও মনে হয়নি যে দেশ থেকে এত দূরে রয়েছেন। ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা দেখে বেশ অবাক বাবররা। ভারতে এসে প্রথম হায়দরাবাদে যায় পাকিস্তান দল। সেখানে ১৫ দিন ছিল বাবররা

ICC ODI World Cup2023: বিরিয়ানির পর, ভারতের স্টেডিয়ামের গুণ গাইতে শোনা গেল বাবর আজমকে, কী? বলছেন তিনি
পাক অধিনায়ক বাবর আজম
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 7:30 AM
Share

বেঙ্গালুরু: দীর্ঘ ৭ বছর পর ভারতে পা দিয়েছে পাকিস্তান দল। ভারতে তাঁদের সাদরে আমন্ত্রণ জানিয়েছে, এ কথা বারবার শোনা গিয়েছে পাক ক্রিকেটারদের মুখে। এ বার ভারতের স্টেডিয়ামের গুণ গাইলেন পাক অধিনায়ক বাবর আজম। ভারতের এক এক স্টেডিয়ামের পরিবেশ এক এক রকম বলেই মনে করেন বাবর। এবং স্টেডিয়ামের ভিতর ক্রিকেট নিয়ে ফ্যানেদের মধ্য়ে যে উন্মাদনা তা যতটা পারছেন উপভোগ করার চেষ্টা করছেন তাঁরা। এই প্রসঙ্গে আর কী বলছেন হ্য়ারিসদের অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দীর্ঘ ৭ বছর পর ভারতের মাটিতে পা দিয়েছে পাকিস্তান। এর আগে শেষ ২০১৬ টি-২০ বিশ্বকাপে অংশ নিতে ভারতে এসেছিল পাকিস্তান। তবে তখন এই দল ছিল না। ভারতে এসে তাঁদের একবারও মনে হয়নি যে দেশ থেকে এত দূরে রয়েছেন। ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনা দেখে বেশ অবাক বাবররা। ভারতে এসে প্রথম হায়দরাবাদে যায় পাকিস্তান দল। সেখানে ১৫ দিন ছিল বাবররা। হায়দরাবাদে প্রথম দুই ম্য়াচ খেলেন তাঁরা। হায়দরাবাদ থেকে বুক ভরা ভালোবাসা নিয়ে আমেদাবাদে পৌঁছয় পাক দল। সেখানেও গ্র্য়ান্ড ওয়েলকাম হয় বাবরদের। ভারতের আতিথেয়তায় বেশ খুশি শাদাব খানরা।

এ বার পাক অধিনায়কের মুখে শোনা গেল ভারতের স্টেডিয়ামের প্রশংসা। সম্প্রতি একটি ভিডিয়োতে শাহিন আফ্রিদিদের ক্যাপ্টেন বলেন, “ভারতে ক্রিকেট নিয়ে উন্মাদনাটা অন্যরকম। যে স্টেডিয়ামেই যাচ্ছি আলদা-আলাদা অনুভূতি হচ্ছে। তাই যেখানেই আমরা যাচ্ছি সবটা উপভোগ করার চেষ্টা করছি।” ভারতে এসে বিভিন্ন রকম খাবারও চেখে দেখছেন তাঁরা। হায়দরাবাদি বিরিয়ানি মনে ধরেছে হ্যারিস, রিজওয়ানদের। বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছে পাক দল। আজ, শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তাঁরা। সেখানে পৌঁছেও টিম ডিনারে গিয়ে দক্ষিণী খাবার চেখে দেখা হয়ে গিয়েছে বাবরদের।