Tamim Iqbal: কেমন আছেন তামিম ইকবাল? মৃত্যুমুখ থেকে ফিরে বললেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে…’
Tamim Iqbal Health Update: আগের থেকে তামিম ভালো থাকলেও তাঁকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা পুরোপুরি মেটেনি। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী, আগামী কয়েকদিন তামিমকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎকসরা।

কলকাতা: দিনদুয়েক আগে এক ম্যাচের মাঝে খুব অল্প সময়ের মধ্যে ২ বার হার্ট অ্যাটাক হয় বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের (Tamim Iqbal)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পর দেখা যায়, তামিমের হার্টে ব্লকেজ ছিল। এরপর সফলভাবে রিং পরানো হয়েছে। এখন কেমন আছেন তিনি? নিজেই শারীরিক অবস্থার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।
হার্ট অ্যাটাক হওয়ার পর এখন কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার? নিজের শারীরিক অবস্থার কথা ফেসবুকে লিখতে গিয়ে তামিমের মনে পড়েছে এক কাছের মানুষের কথা। নিজের ফেসবুকে তামিম লিখেছেন, “দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।” সেখানে থেমে থাকেননি তিনি। আরও লেখেন, “হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনও ঘোষণা না করেই থেমে যেতে পারে। আর আমরা এই কথাটি বার বার ভুলে যাই।” এরপরই এই কঠিন সময়ে যাঁরা তামিমের পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার।
এই খবরটিও পড়ুন
আগের থেকে তামিম ভালো থাকলেও তাঁকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা পুরোপুরি মেটেনি। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলোর খবর অনুযায়ী, আগামী কয়েকদিন তামিমকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎকসরা। উল্লেখ্য, মাঠ থেকে প্রথম তামিমকে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রথমে চিকিৎসকদের ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আগেই হাসপাতাল বদলে দেওয়া গিয়েছে তামিমের। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে রয়েছেন।





