Team India: ভারতীয় টিমে এখন মধ্যমেধার জয়গান চলছে, রোহিতদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন কে?

ঘরের মাঠে বিশ্বকাপে নামার আগে রোহিত শর্মার টিমের উপর বেশ চাপ রয়েছে। রোহিত নিজে ঝলমলে ফর্মে নেই। বিরাট রান পাচ্ছেন। কিন্তু বাকিরা টিমকে টানতে পারছেন না। ফলে, বিপক্ষের উপর পাল্টা চাপ কখনওই তৈরি হচ্ছে না। এখান থেকে কি বেরিয়ে আসবে ভারত?

Team India: ভারতীয় টিমে এখন মধ্যমেধার জয়গান চলছে, রোহিতদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন কে?
ভারতীয় টিমের এখন মধ্যমেধার জয়গান চলছে, রোহিতদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করলেন কে?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 12:33 PM

কলকাতা: হাতে আর মাত্র ১০টা ম্যাচ। তারপরই ঘরের মাঠে বিশ্বকাপে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় টিম। বিশ্বকাপের আগে সব টিমই প্রথম একাদশ সেট করে নিচ্ছে। একটা বা দুটো জায়গা নিয়ে হয়তো প্রশ্ন থাকছে। কিন্তু মোটামুটি বাকি টিম তৈরি। পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী কিছুটা বদল হবে। এই ভাবনার জায়গায় ভারত কোথায় দাঁড়িয়ে? ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় এখনও পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। যা বেশ আশ্চর্য করে দিচ্ছে অনেককেই। মিডল অর্ডার এখন সবচেয়ে চিন্তার জায়গা ভারতীয় টিমের। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো নির্ভরযোগ্য ব্যাটাররা মূলস্রোতে এখনও ফিরতে পারেননি। যা চাপেই রাখছে ভারতকে। যে টিম এখন খেলছে, তাদের ক্রিকেট মানও কমছে ক্রমশ। এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তো এ নিয়ে রীতিমতো ক্ষোভও উগরে দিচ্ছেন। কে এই ক্রিকেটার, কী বলছেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

ওয়েস্ট ইন্ডিজ, যারা বিশ্বকাপের জন্য যোগ্যতাই অর্জন করতে পারেনি, তাদের কাছে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হেরে গিয়েছে ভারত। যা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন বেঙ্কটেশ প্রসাদ। টুইটারে তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেট বাদ দিলে অন্য দুটো ফর্ম্যাটে ভারত অত্যন্ত সাধারণ মানের একটা টিম। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হেরেছে। গত দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই। না আমরা ইংল্যান্ডের মতো উত্তেজক একটা টিম, না আমরা অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী টিম।’

সিনিয়র টিমের কোচ হিসেবে রাহুল দ্রাবিড় সে ভাবে সফল নন। ট্র্যাক রেকর্ড অন্তত তাই বলছে। রবি শাস্ত্রীর বদলে ভারতীয় টিমের কোচ হওয়ার পর দ্রাবিড়ের টিম বিশ্ব টেস্ট ফাইনালে হেরেছে। আইপিএলের মতো টুর্নামেন্ট দারুণ সফল হওয়া সত্ত্বেও সাদা বলের ক্রিকেটে তেমন ছাপই রাখতে পারেননি রোহিত-বিরাটরা। প্রসাদ বলছেন, ‘ক্ষমতা এবং অর্থ থাকা সত্ত্বেও আমরা মধ্যমেধার জয়গান গেয়ে চলেছি। একটা চ্যাম্পিয়ন টিম কেমন হয়, তার থেকে ক্রমশ দূরে সরছি। সব টিমই জেতার জন্য খেলে। ভারতীয় টিমও জয়ের খোঁজেই মাঠে নামছে। কিন্তু মানসিকতা আর আচরণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। যে কারণে দীর্ঘ সময় ধরে পারফর্ম করতে পারছে না।’

ঘরের মাঠে বিশ্বকাপে নামার আগে রোহিত শর্মার টিমের উপর বেশ চাপ রয়েছে। রোহিত নিজে ঝলমলে ফর্মে নেই। বিরাট রান পাচ্ছেন। কিন্তু বাকিরা টিমকে টানতে পারছেন না। ফলে, বিপক্ষের উপর পাল্টা চাপ কখনওই তৈরি হচ্ছে না। এখান থেকে কি বেরিয়ে আসবে ভারত? যদি না পারে, তা হলে কিন্তু টিমের একঝাঁক সিনিয়রকে বাতিলের খাতায় ফেলে দেওয়া হবে।