Asia Cup 2023: স্মৃতি একটু তাজা করে দিই… বিসিসিআই সচিবকে পাল্টা আফ্রিদির!
রোহিত শর্মার টিম বনাম বাবর আজমের দলের তুমুল ক্রিকেট যুদ্ধ দেখার জন্য মুখিয়ে সারা বিশ্ব। মাঠে যেমন উত্তেজনা মাঠের বাইরেও কম কী!

নয়াদিল্লি: আগামী দু’মাসে ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) বাইশ গজে বেশ কয়েকবার মুখোমুখি হওয়ার কথা। রোহিত শর্মার টিম বনাম বাবর আজমের দলের তুমুল ক্রিকেট যুদ্ধ দেখার জন্য মুখিয়ে সারা বিশ্ব। মাঠে যেমন উত্তেজনা মাঠের বাইরেও কম কী! দুই বোর্ডের লড়াই থামার কোনও লক্ষণ নেই। এশিয়া কাপ ঘিরে বিসিসিআই (BCCI) বনাম পিসিবির কথার লড়াই চলছে বেশ কিছু দিন ধরেই। ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান। এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজক পাকিস্তান। কিন্তু ভারত ওই দেশে খেলতে যেতে রাজি নয় বলে হাইব্রিড ফর্ম্য়াটে হচ্ছে। সম্প্রতি এশিয়া কাপ নিয়ে নানা বিতর্ক শুরু হওয়ায় জয় বলেছেন, স্পনসর থেকে শুরু করে টিভি সত্ত্বাধিকারীরা পাকিস্তানের নিরাপত্তার কারণে পুরো এশিয়া কাপ ওই দেশে হোক চায়নি। তাতেই ফের উত্তপ্ত পিসিবি। এ বার এক প্রাক্তন পাক ক্রিকেটার তোপ দাগলেন জয়ের বিরুদ্ধে। TV9Bangla Sports এ বিস্তারিত।
বিসিসিআইয়ের সচিনের ‘নিরাপত্তাজনিত’ কারণকে কোনও ভাবেই মানতে পারছেন না শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন। মাঠে বোমা বিস্ফোরণের জন্য দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা থেকে সরে থাকতে হয়েছে পাকিস্তানকে। এতে যে বহির্বিশ্বে পাকিস্তানের সামগ্রিক ছবির মারাত্মক ক্ষতি হয়েছে, সন্দেহ নেই। কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে তারা। সিনিয়র আফ্রিদির স্পষ্ট বক্তব্য, ‘পাকিস্তানের নিরাপত্তা নিয়ে মিস্টার জয় শাহর বিবৃতি আমি পড়েছি। ওঁর স্মৃতি একটু তাজা করে দিতে চাই। গত ছ’বছরে কিন্তু পাকিস্তান বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। সেটা ভুলে গেলে চলবে না। কোনও দ্বিধা নেই মিস্টার জয় শাহ, ২০২৫ সালে আইসিসি চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ভারতকে স্বাগত জানানোর জন্য তৈরি পাকিস্তান।’
এশিয়া কাপ ঘিরে দুই বোর্ডের কর্তাদের মধ্য়ে তরজা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে আবার ঢুকে পড়েছে লোগো বিতর্ক। এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম নেই। তা নিয়ে একদফা ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তা থেকে প্রাক্তন প্লেয়াররা। তাতেও কাঠগড়ায় জয় শাহ। সব মিলিয়ে ভারত-পাক ক্রিকেট যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই।
