AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Liam Livingstone: ‘পঞ্জাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি’: লিভিংস্টোন

IPL 2022 Auction: ১১ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনকে এ বারের নিলাম থেকে কিনেছে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস।

Liam Livingstone: 'পঞ্জাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি': লিভিংস্টোন
Liam Livingstone: 'পঞ্জাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি': লিভিংস্টোন (ছবি-পঞ্জাব কিংস টুইটার)
| Edited By: | Updated on: Feb 14, 2022 | 2:53 PM
Share

বেঙ্গালুরু: আইপিএলের মেগা নিলামের (IPL 2022 Auction) দ্বিতীয় দিন বাজিমাত করেছেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংস (Punjab Kings) লিভিংস্টোনকে ১১ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে। তার পরই পঞ্জাবে যোগ দেওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন ইংলিশ ক্রিকেটার। পঞ্জাবের টুইটারে সেই ভিডিওবার্তা পোস্ট করা হয়েছে। যেখানে লিভিংস্টোন জানান, আসন্ন আইপিএলে পঞ্জাবের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। এ বারের আইপিএলের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটারদের তালিকায় চার নম্বরে রয়েছেন লিয়াম লিভিংস্টোন।

পঞ্জাবের টুইটারে পোস্ট করা ভিডিওতে লিভিংস্টোনকে বলতে শোনা যায়, “২০২২ সালের আইপিএলে আমি পঞ্জাবের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উত্তেজিত। নিলামে আমাকে বাছাই করার জন্য এই ফ্র্যাঞ্চাইজির সকল কর্মীদের আমি ধন্যবাদ জানাই। এবং ভারতে এসে টুর্রামেন্ট শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।”

লিয়াম লিভিংস্টোন আইপিএল নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় হয়েছেন। গত মরসুমে আইপিএলে রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন তিনি। আইপিএলে (IPL) এখন পর্যন্ত মাত্র নয়টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে তিনি ১১২ রান করেছেন। আইপিএলে এখনও সেই অর্থে বিশেষ ছাপ রাখতে না পারলেও লিভিংস্টোন টি-টোয়েন্টি ক্রিকেটে বড় নাম। ২০২১ সালে, তিনি এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন তিনি।

কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় দিনের নিলামে প্রথমে লিয়াম লিভিংস্টোনের জন্য বিড করা শুরু করেছিল। সেখানে এর পর চেন্নাই, পঞ্জাব, গুজরাত ও হায়দরাবাদও ঢুকে পড়ে। শেষ অবধি ১ কোটি বেস প্রাইস থাকা লিভিংস্টোন ১১.৫০ কোটিতে যান পঞ্জাবে।

আরও পড়ুন: IPL 2022 Auction Highest Paid Players: এক ঝলকে দেখে নিন এ বারের নিলামে সব থেকে দামি প্লেয়ারদের তালিকায় রয়েছেন কারা

আরও পড়ুন: IPL 2022 Auction Unsold Players: আইপিএলের মেগা নিলামের শেষে জেনে নিন কোন প্লেয়াররা রইলেন অবিক্রিত

আরও পড়ুন: PBKS IPL 2022 Auction: লিভিংস্টোন, রাজদের তুলে ইউটিলিটি ক্রিকেটারের সংখ্যা বাড়াল পঞ্জাব