Explained Heinrich Klassen Mistake: ক্লাসেনের ‘বাচ্চামিতে’ বঞ্চিত জিশান, রিকলটনকে ফেরালেন হর্ষল

IPL 2025, Mumbai Indians vs Sunrisers Hyderabad: অভিজ্ঞ এক উইকেট কিপার হেনরিখ ক্লাসেন এমনই একটা ভুল করে বসলেন। উইকেট কিপিংয়ের প্রাথমিক শিক্ষার মধ্যেই যা পড়ে। তাঁর ভুলে উইকেট থেকে বঞ্চিত সানরাইজার্সের তরুণ লেগ স্পিনার জিশান আনসারি।

Explained Heinrich Klassen Mistake: ক্লাসেনের বাচ্চামিতে বঞ্চিত জিশান, রিকলটনকে ফেরালেন হর্ষল
Image Credit source: BCCI

Apr 17, 2025 | 10:50 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত রাতে একটি নো বল দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার মিচেল স্টার্কের বিরুদ্ধে একটি নো বল ডাকা হয়। প্রাথমিক ভাবে সকলেই অবাক হয়েছিলেন। রিপ্লে-তে দেখা যায়, বল ডেলিভারির সময় স্টার্কের পিছনের পা ওয়াইড লাইন টাচ করেছে। নিয়ম মেনেই নো বল দেওয়া হয়। ফ্রি-হিটও পান ব্য়াটার। অভিজ্ঞ এক উইকেট কিপার হেনরিখ ক্লাসেন এমনই একটা ভুল করে বসলেন। উইকেট কিপিংয়ের প্রাথমিক শিক্ষার মধ্যেই যা পড়ে। তাঁর ভুলে উইকেট থেকে বঞ্চিত সানরাইজার্সের তরুণ লেগ স্পিনার জিশান আনসারি।

ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। স্ট্রাইকে মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া কিপার ব্য়াটার রায়ান রিকলটন। আর উইকেটের পিছনে অভিজ্ঞ প্রোটিয়া কিপার হেনরিখ ক্লাসেন। সানরাইজার্সের তরুণ লেগ স্পিনার জিশান আনসারির অফস্টাম্পের বাইরের ডেলিভারি। ব্যাকফুটে জোরালো হিট করেন রায়ান রিকলটন। যদিও বল গ্রাউন্ডে রাখতে পারেননি। শর্ট কভারে চোখ ধাঁধানো একটা ক্যাচ নেন সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স। এরপরই চূড়ান্ত নাটক।

ক্রিজ ছাড়ছিলেন মুম্বই ওপেনার রায়ান রিকলটন। সে সময় তিনি ২১ রানে। সানরাইজার্স শিবিরে সেলিব্রেশন শুরু। হঠাৎই রায়ানকে অপেক্ষা করতে বলা হয়। থার্ড আম্পায়ার কী চেক করছেন, তখনও কেউ বুঝে উঠতে পারেননি। জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে সবটা। নিয়ম অনুযায়ী বল যতক্ষণ না স্টাম্প পেরোচ্ছে, কিপার তা ধরতে পারেন না। তবে বল যদি ব্যাট বা প্যাডে লেগে বাউন্স খায় সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু ব্যাটে লেগে সরাসরি আসুক বা ব্যাটার শট খেলার সময়, গ্লাভস থাকতে হবে স্টাম্পের পিছনেই।

রিপ্লে-তে দেখা যায়, রায়ান রিকলটন যখন শট খেলছিলেন, সে সময় ক্লাসেনের গ্লাভস উইকেটের সামনে! নিয়ম অনুযায়ী এটি নো-বল। আম্পায়ার সেই সিদ্ধান্তই দেন। ক্লাসেনের শিশুসুলভ ভুলে রিকলটনের উইকেট থেকে বঞ্চিত তরুণ লেগস্পিনার জিশান আনসারি। সকলেই অবাক হয়ে যান। রিকলটন জীবন পেলেও ইনিংস অবশ্য বড় করতে পারেননি। হর্ষল প্যাটেলের বোলিংয়ে তিনি ফেরেন ৩১ রানে। তবে জিশানের ঝুলিতে উইকেটটা আসেনি, এটা অবশ্যই এক তরুণ বোলারের কাছে চূড়ান্ত হতাশার।