IPL 2022: ধোনির সঙ্গে কার তুলনা করলেন ফাফ?

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 31, 2022 | 3:09 PM

কেরিয়ারের শুরুতে দুজনের মধ্যে তুলনা হত। আবার তাঁদের মধ্যে তুলনা। এবার কেরিয়ারের শেষ পর্বে এসে।

IPL 2022: ধোনির সঙ্গে কার তুলনা করলেন ফাফ?
আরসিবির তিন অভিজ্ঞ ক্রিকেটার।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায় ধোনির আগে তাঁর অভিষেক হয়েছে। সৌরভের টিম ইন্ডিয়ায় উইকেটকিপারের ভূমিকায় কোন তরুণ ক্রিকেটারকে লম্বা সময়ের জন্য জায়গা দেওয়া হবে তা নিয়ে নির্বাচকদের মধ্যে লড়াই ছিল। মূলত তিনটি নাম ছিল সৌরভের সামনে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), জাতীয় দলে সদ্য অভিষেক হওয়া দীনেশ কার্তিক (Dinesh Kartik) ও নমন ওঝা। নির্বাচনের টেবিলে মহারাজ কার পক্ষে রায় দিয়েছিলেন সেটা ধোনির বায়োপিক যারা দেখেছেন তারা খুব ভালো করেই জানেন। জাতীয় দলে কার্তিক ও ধোনির অভিষেকও পরপর। ওয়ানডে ক্যাপের নাম্বারে কার্তিক ১৫৬, ধোনি ১৫৭। ধোনির অভিষেক এবং তারপর ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি হওয়া। ধোনির বিদ্যুৎ গতিতে উত্থানে কোথাও যেন চাপা পরে গিয়েছিলেন দীনেশ কার্তিক। তারপর থেকে কখনও ভারতীয় দলে একসঙ্গে দুজনই খেলেছেন, আবার কখনও দীনেশকে বাইরে বসতে হয়েছে। আইপিএল (IPL) ভারতীয় ক্রিকেটে আসার পর ধোনি চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে উঠেছেন। কিন্তু চেন্নাই ওতামিলনাড়ুর ভূমিপুত্র কার্তিকের সুযোগ হয়নি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার। কেরিয়ারের শুরুতে দুজনের মধ্যে তুলনা হত। আবার তাঁদের মধ্যে তুলনা। এবার কেরিয়ারের শেষ পর্বে এসে।

দুই কিপারের মধ্যে তুলনা টানলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) অধিনায়ক ও ধোনির প্রাক্তন সতীর্থ ফাফ ডু-প্লেসি (Faf du Plessis)। বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টানটান ম্যাচে শেষ ওভারে দলকে জেতালেন কার্তিক। ম্যাচ শেষে বললেন, “কার্তিকের অভিজ্ঞাতা আমাদের খুব সাহায্য করেছে। ও যতক্ষণ ক্রিজে ছিল জানতান রান আসবে। মাথা ঠাণ্ডা রাখার বিষয়ে কার্তিক ধোনির মতই। আইস কুল।”

 

 

কাল কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে কার্তিক যখন ক্রিজে এলেন, ক্রিকেট প্রেমীদের মনে পরে যাচ্ছিল নিধাস ট্রফির ফাইনালের কথা। সে দিনও কার্তিকের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে অনেকটা নীচে নামিয়েছিলেন ক্যাপ্টেন রোহতি। যা দিনে ক্ষুব্ধ ছিলেন কার্তিকও। গতকালও ক্যাপ্টেন ফাফ কার্তিকের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে নীচের দিকে ব্যাটিং করতে পাঠান। কার্তিকের আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল তরুণ শাহবাজ আহমেদকে। নিধাস ট্রফিতে যেমন কার্তিকের আগে ব্যাট করতে গিয়েছিলেন বিজয় শঙ্কর। শ্রীলঙ্কার মাঠে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছিলেন। কাল জেতালের শেষ ওভারে ছক্কা ও চার মেরে। কলকাতার বিরুদ্ধে ম্য়াচে তাঁর ব্য়াটে জয় পেল আরসিবি। জবাব? কার্তিকই উত্তরটা দিতে পারবেন।

 

আরও পড়ুন : IPL 2022: হারের পর নাইট শিবিরের নতুন চিন্তা রাসেলের চোট

Next Article
IPL 2022: হারের পর নাইট শিবিরের নতুন চিন্তা রাসেলের চোট
IPL 2022: অরেঞ্জ আর্মির উমরানের ওপর নজর রাখার পরামর্শ শাস্ত্রীর