Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: কিং খানের কাছে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা, পুলিশের হাতে বেধড়ক মার; ভক্তের পরিণতি…

KKR, IPL 2025: কেকেআর হার দিয়ে মরসুম শুরু করেছিল। এরপর ঘুরে দাঁড়িয়েছে। বর্ষাপাড়ায় রাজস্থান রয়্যালসকে বুধ-রাতে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পিঙ্ক আর্মির বিরুদ্ধে কেকেআরের জয়ের কারিগর কুইন্টন ডি'কক।

IPL 2025: কিং খানের কাছে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা, পুলিশের হাতে বেধড়ক মার; ভক্তের পরিণতি...
IPL 2025: কিং খানের কাছে পৌঁছনোর আপ্রাণ চেষ্টা, পুলিশের হাতে বেধড়ক মার; ভক্তের পরিণতি...
Follow Us:
| Updated on: Mar 27, 2025 | 12:32 PM

কলকাতা: প্রিয় তারকা যখন চোখের সামনে থাকেন, সেই সময় সবকিছু ভুলে যান ভক্তরা। আইপিএলের মঞ্চে একদিকে যেমন দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের একসঙ্গে দেখা যায়, তেমনই একাধিক বলিউড তারকাদেরও দেখা যায়। এই যেমন কেকেআরের ম্যাচ থাকলে কিং খান চেষ্টা করেন মাঠে পৌঁছে যাওয়ার। পাশাপাশি পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে গ্যালারিতে অনেক সময় দেখা যায় দলের মালকিন প্রীতি জিন্টাকে। ২২ মার্চ ইডেনে আইপিএলের (IPL) ১৮তম সংস্করণের উদ্বোধন হয়েছে। ওই ম্যাচের মাঝে ইডেনের ফেন্সিং টপকে বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন বর্ধমানের বাসিন্দা ঋতুপর্ণ পাখিরা। কোহলির পা ছুঁয়ে প্রণামও করেছিলেন। গত কয়েকদিন ধরে তিনি আলোচনায়। পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। এ বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর এক ফ্যানের কাণ্ড। তিনি চেষ্টা করেছিলেন কিং খানের কাছে পৌঁছে যাওয়ার। পারেননি। ধরা পড়েন পুলিশের হাতে। তারপর…

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, যে সময় কিং খান মাঠ পরিদর্শন করছিলেন, তখন এক ভক্ত বেড়া টপকে মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন। তা পারেননি। সেখানে পৌঁছে যায় সাদা-উর্দি পরা দুই পুলিশ। সঙ্গে সঙ্গে সেই যুবককে ধরে পুলিশ বেধড়ক মারতে থাকেন। আশপাশের সকলে এই দৃশ্য দেখে খানিক থমকে যায়। উল্লেখ্য, এই ঘটনা ঘটেছিল ২২ মার্চ।

কেকেআর হার দিয়ে মরসুম শুরু করেছিল। এরপর ঘুরে দাঁড়িয়েছে। বর্ষাপাড়ায় রাজস্থান রয়্যালসকে বুধ-রাতে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পিঙ্ক আর্মির বিরুদ্ধে কেকেআরের জয়ের কারিগর কুইন্টন ডি’কক। ৬১ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়ে ম্যাচের সেরাও ডি’কক।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।