
কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে দুদিন আগে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। এই ঘৃণ্য ঘটনার আঁচ এ বার পাকিস্তান সুপার লিগেও। ভারতে পাকিস্তানি লিগের ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হল। পাকিস্তানের সঙ্গে যাবতীয় যোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ ১২ বছর বন্ধ। নতুন সমস্যার আঁচ বিশ্বকাপেও পড়বে কিনা, তা নিয়েও উঠছে প্রশ্ন। তারই মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হল।
সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে সাধারণ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদীরা হামলা চালায়। প্রাণ হারিয়েছে ২৭ জন। এবার সেই ঘটনাই প্রভাব ফেলল পাকিস্তান সুপার লিগে। পিএসএলের অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার ফ্যান কোড। ভারতীয় সম্প্রচারকারী সংস্থা ফ্যান কোড কাশ্মীরের ঘটনার পরেই সিদ্ধান্ত নিয়েছে যে, তাঁরা আর পিএসএলের ম্যাচ সম্প্রচার করবেন না। এই মরসুমের পিএসএল-এর বাকি ম্যাচগুলি তাঁরা আর দেখাবেনা বলে জানিয়ে দিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যেকার উত্তেজনা এখন আরও চরমে। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে। গতকাল আইপিএলের ম্যাচের আগেও শোকের ছায়া দেখা যায় স্টেডিয়ামে। মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ উভয় দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে নীরবতা পালন করেন এবং কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে এই তীব্র উত্তেজনার কারণে ফ্যানকোড ভারতে পিএসএলের ম্যাচের স্ট্রিমিং বাতিল করে এক বিশাল পদক্ষেপ করেছে। এই মাসের শুরুতে ফ্যান কোড এবং সোনি স্পোর্টস নেটওয়ার্ককে পিএসএল ২০২৫ এর জন্য অফিসিয়াল লাইভ স্ট্রিমিং এবং সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ফ্যান কোড নিজেদের ওয়েবসাইট থেকে সমস্ত লাইভ স্ট্রিমিংয়ের লিংক এবং পিএসএলের সময়সূচি সরিয়ে দিলেও,সোনি স্পোর্টস নেটওয়ার্কের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে যে সোনি স্পোর্টস দুই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার পিএসএল ম্যাচের সম্প্রচার করবে না।