IPL 2022: হার্দিক বিস্ফোরণের অপেক্ষায় আইপিএল

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Mar 26, 2022 | 6:25 PM

Hardik Pandya: সোমবার এ বারের আইপিএলে মুখোমুখি দুই নতুন দল। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস। বন্ধু ও ভাইয়ের দলের বিরুদ্ধে পরীক্ষা শুরু হচ্ছে হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে যে দাপট দেখাতেন, বল হাতে উইকেট নিয়ে যে ভাবে ম্যাচের রং বদলে দিতেন, কিংবা মাঠে ফিল্ডিংয়ের সময় একটা ক্যাচে প্রতিপক্ষকে ব্যাকফুটে পাঠিয়ে দিতেন, আবার সেগুলোই ফিরে পেতে চায় হার্দিকের ভক্তরা।

IPL 2022: হার্দিক বিস্ফোরণের অপেক্ষায় আইপিএল
মুখে হাসি নিয়েই নতুন চ্যালেঞ্জের সামনে হার্দিক।
Image Credit source: Twitter

Follow Us

প্রান্তিক দেব

রিলোডিং… ফায়ার! কেউ কেউ যখন এ ভাবে দেখছেন, কারও কারও মন্তব্য আবার, পান্ডিয়া টু পয়েন্ট জিরো! সোজা কথায় বললে, হার্দিক পান্ডিয়া ক্রিকেট জীবনে নতুন ইনিংস শুরু করছেন। চোট-আঘাত, বিতর্ক এ সব মুছে ভারতে এই প্রজন্মের সেরা অলরাউন্ডার চমকে দেওয়ার জন্য নামবেন আইপিএলে (IPL 2022)। সালটা ২০১৫। বরোদার এক তরুণ অলরাউন্ডারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। আজ ২০২২। আরও একটা আইপিএল শুরু হচ্ছে। সে দিনের সেই তরুণ রোগা ছেলেটা আজ ভারতীয় ক্রিকেটের একটা বড় নাম। কিছুটা বিতর্কিতও বটে। সে দিনের সেই ছেলেটা আজ একটা দলের অধিনায়ক। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। প্রতিটা মূহুর্তে যে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ক্রিকেট মহলের মতে আইপিএলে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) আত্মপ্রকাশের মঞ্চটা নতুন হার্দিকের আত্মপ্রকাশ মঞ্চও বটে। লক্ষ্যটা স্থির একটা জায়গাতেই, ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়া।

২৯ অক্টোবর হার্দিকের জন্মদিন। অক্টোবরেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ। নিজেকে বার্থডে গিফট হিসেবে দিতে পারেন ভারতীয় দলের বিশ্বকাপে জার্সি। সেই উপহারের প্রস্তুতিটা শুরু হবে আজ থেকেই। হার্দিককে দেখে কখনও মনে হয় না, তিনি চাপের মধ্যে আছেন। কিন্তু যা বাইরে থেকে দেখা যায় সেটাই কি শুধু সত্যি? ভেতরে ভেতরে নিশ্চই আবার জাতীয় দলে ফেরার সংকল্প করেছেন হার্দিক নিজেও। জীবনের দৌড়ে যেমন থেমে থাকতে শেখেননি, তেমনই তাঁর ক্রিকেটের দৌড়ও যে সহজে থামার নয় সেটা বুঝিয়ে দেওয়ার লক্ষ্যটা নিশ্চয়ই স্থির করে ফেলেছেন বরোদার অলরাউন্ডার।

সোমবার এ বারের আইপিএলে মুখোমুখি দুই নতুন দল। গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস। বন্ধু ও ভাইয়ের দলের বিরুদ্ধে পরীক্ষা শুরু হচ্ছে হার্দিকের। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে যে দাপট দেখাতেন, বল হাতে উইকেট নিয়ে যে ভাবে ম্যাচের রং বদলে দিতেন, কিংবা মাঠে ফিল্ডিংয়ের সময় একটা ক্যাচে প্রতিপক্ষকে ব্যাকফুটে পাঠিয়ে দিতেন, আবার সেগুলোই ফিরে পেতে চায় হার্দিকের ভক্তরা। নতুন কোনও সারপ্রাইজ থাকছে কি? সম্ভাবনা আছে। গুজরাতের অনুশীলনে একাধিকবার হার্দিককে দেখা গেছে টপ অর্ডারে ব্যাটিং করতে। ম্যাচেও কি পাওয়ার প্লে কাজে লাগাতে শুরুর দিকে আসবেন হার্দিক? চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন ভারতীয় দলে জায়গা পেতে তাঁর সব থেকে বড় প্রতিপক্ষ ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)?

 

আরও পড়ুন: IPL 2022: ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনের নাম বলে দিলেন পন্টিং

Next Article
IPL 2022: রোহিত-বিরাটদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা আইপিএলে
CSK vs KKR, IPL 2022 Match 1 Result: জাডেজার চেন্নাইকে হারিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করল নাইটরা