IPL 2022: ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনের নাম বলে দিলেন পন্টিং

রোহিত শর্মার পর ভারতীয় টিমের সফল ক্যাপ্টেন কে হতে পারেন? অনেক নাম রয়েছে আলোচনায়। কিন্তু দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং বলে দিলেন, কে হতে পারেন ভারতের পরবর্তী ক্যাপ্টেন।

IPL 2022: ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনের নাম বলে দিলেন পন্টিং
IPL 2022: ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেনের নাম বলে দিলেন পন্টিংImage Credit source: DC Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 26, 2022 | 4:18 PM

মুম্বই: তিনি যে ভারতীয় টিমের ভবিষ্যৎ, তা মেনে নিয়েছে ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে যে কোনও হারা ম্যাচ একাই যে ছিনিয়ে আনতে পারেন, তার সাক্ষী অনেক বার থেকেছেন ক্রিকেট ভক্তরা। উইকেটের পিছনে দুরন্ত না হলেও ভরসাও দিচ্ছেন। সেই ঋষভ পন্থই (Rishabh Pant) ভারতীয় টিমের আগামী দিনের ক্যাপ্টেন হওয়ার অন্যতম দাবিদার। গত মরসুম থেকে আইপিএলে (IPL) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) নেতা তিনি। ফাইনালে উঠতে না পারলেও টিম খারাপ খেলেনি। এ বারও তাই ক্যাপ্টেন পন্থেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শনিবারই শুরু হয়ে যাচ্ছে আইপিএল। পন্থের টিম গতবার ট্রফি জিততে না পারার আক্ষেপ মিটিয়ে নিতে চাইছে। এ বারও টিমের কোচ রিকি পন্টিং (Ricky Ponting)। দু’বারের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন কিন্তু মনে করছেন, রোহিত শর্মা পরবর্তী জমানায় পন্থই হতে পারেন ভারতের সফল ক্যাপ্টেন।

মুম্বইয়ের বিরুদ্ধে রবিবার ব্র্যাবোর্নে আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামছে পন্থের টিম। তার আগে পন্টিং বলছেন, ‘ আইপিএলের মতো কঠিন একটা টুর্নামেন্টে ক্যাপ্টেনের দায়িত্ব সামলানোটা কতটা কঠিন সবাই জানে। যে কারণে আমার কোনও সন্দেহ নেই যে, এই ক’বছরে যে অভিজ্ঞতা পন্থের ঝুলিতে থাকবে, তাতে ও আন্তর্জাতিক ক্যাপ্টেন হয়ে উঠতে পারবে।’

রোহিত শর্মার সঙ্গে অনেক মিল খুঁজে পাচ্ছেন পন্টিং। ভারতের ক্যাপ্টেন হওয়ার আগে পন্টিং মুম্বই ইন্ডিয়ান্সের নেতা ছিলেন। মুম্বইকে পাঁচ বার আইপিএল জিতিয়েছিলেন। তাঁর ওই ট্র্যাক রেকর্ডই কিন্তু ভারতের নেতা হতে সাহায্য করেছিল। পন্থের ক্ষেত্রেও তাই হতে পারে বলে বিশ্বাস দিল্লির কোচের। বলছেনও, ‘আমার তো মনে হয় রোহিতের সঙ্গে পন্থের অনেক মিল আছে। রোহিত যখন মুম্বইয়ের ক্যাপ্টেন হয়েছিল, তখন ওর বয়স কম ছিল। ওই সময় সবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল রোহিতের। ২৩ কিংবা ২৪ বছর বয়স হবে ওর। পন্থেরও ঠিক একই বয়স। এই কারণেই আমি রোহিতের সঙ্গে পন্থের অনেক মিল দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত, টিমমেট হওয়ার দরুণ ওরা ক্যাপ্টেন্সি নিয়ে খুঁটিনাটি অনেক কিছুই নিজেদের মধ্যে শেয়ার করে। আর সেই কারণেই আমার মনে হয়, পন্থের ক্রিকেট যাত্রা রোহিতের মতোই হতে পারে। তরুণ নেতা হিসেবে দলের দায়িত্ব নেওয়া। রোজ একটু একটু করে উন্নতি করা। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতির যা করেছে, দিল্লির হয়ে পন্থও তা করতে পারে।’

পন্থের উত্থান চোখের সামনে দেখেছেন পন্টিং। তরুণ কিপারকে ঘষামাজা করার কাজটা নীরবে করেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। যে কারণে পন্টিং বলতেও পারছেন, ‘দিল্লিতে এটা আমার পঞ্চম মরসুম। প্লেয়ার হিসেবে পন্থের উত্থান কিন্তু ভীষণ নায়কীয়। গত কয়েক বছর ধরে ও কিন্তু বাড়তি দায়িত্ব নিতে শিখেছে। দিল্লির হয়ে তো বটেই, ভারতীয় টিমের জন্যও। এইগুলোই ওকে প্রতিদিন নতুন করে শেখাচ্ছে, ভালো ক্রিকেটার হতে গেলে কী করতে হয়। সেই সঙ্গে ওর নেতৃত্বও অনেক পরিণত হয়েছে।

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের সুন্দরীদের ডাগআউট