AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: কেকেআরের সুন্দরীদের ডাগআউট

আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বোধন। গ্ল্যামার আর ক্রিকেটের মিশ্রণ দেখা যায় আইপিএলের (IPL) মঞ্চে। আইপিএল-১৫-র উদ্বোধনী ম্যাচে কেকেআর ও চেন্নাইয়ের দ্বৈরথ। আইপিএল চলাকালীন ডাগআউটে দেখা যায় ক্রিকেটারদের সুন্দরী স্ত্রীদেরও। দেখুন কেকেআরের ৫ তারকা প্লেয়ারের সুন্দরী স্ত্রীদের ছবি...

| Edited By: | Updated on: Mar 26, 2022 | 3:59 PM
Share
আন্দ্রে রাসেলের স্ত্রী জ্যাসিম লোরা - ২০১৪ সালে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলের সঙ্গে বাগদান হয়েছিল জ্যাসিম লোরার (Jassym Lora)। এরপর ২-১৬ সালে তাঁদের বিয়ে হয়। নাইটদের একাধিক ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে রাসেলের সুন্দরী স্ত্রীকে।

আন্দ্রে রাসেলের স্ত্রী জ্যাসিম লোরা - ২০১৪ সালে ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলের সঙ্গে বাগদান হয়েছিল জ্যাসিম লোরার (Jassym Lora)। এরপর ২-১৬ সালে তাঁদের বিয়ে হয়। নাইটদের একাধিক ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে রাসেলের সুন্দরী স্ত্রীকে।

1 / 5
প্যাট কামিন্সের স্ত্রী বেকি বস্টন - অজি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের সুন্দরী স্ত্রী হলেন বেকি বস্টন (Becky Boston)। পেশায় বেকি ইন্টিরিয়র ডিজাইনার।

প্যাট কামিন্সের স্ত্রী বেকি বস্টন - অজি টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সের সুন্দরী স্ত্রী হলেন বেকি বস্টন (Becky Boston)। পেশায় বেকি ইন্টিরিয়র ডিজাইনার।

2 / 5
 নীতিশ রানার স্ত্রী সাচী মারওয়া - ২০১৯ সালে নীতিশ রানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাচী মারওয়া (Saachi Marwah)। রানার স্ত্রী পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। কেকেআরের একাধিক ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে সাচীকে। শুধু তাই নয়। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ২২ গজে নাইট টিমের সদস্যদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও তিনি তুলে ধরেন ইন্সটাতে।

নীতিশ রানার স্ত্রী সাচী মারওয়া - ২০১৯ সালে নীতিশ রানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাচী মারওয়া (Saachi Marwah)। রানার স্ত্রী পেশায় ইন্টিরিয়র ডিজাইনার। কেকেআরের একাধিক ম্যাচে ডাগআউটে দেখা গিয়েছে সাচীকে। শুধু তাই নয়। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। ২২ গজে নাইট টিমের সদস্যদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তও তিনি তুলে ধরেন ইন্সটাতে।

3 / 5
বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকর - কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকর (Neha Khedekar)। দীর্ঘদিনের বান্ধবী নেহার সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলেন সিভি বরুণ। গত মরসুমে নাইটদের ম্যাচে বাকি তারকা প্লেয়ারদের সুন্দরী স্ত্রীদের সঙ্গে দেখা গিয়েছে নেহাকেও।

বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকর - কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার বরুণ চক্রবর্তীর স্ত্রী নেহা খেদেকর (Neha Khedekar)। দীর্ঘদিনের বান্ধবী নেহার সঙ্গে ২০২২ সালের ডিসেম্বরে বিয়েটা সেরে ফেলেন সিভি বরুণ। গত মরসুমে নাইটদের ম্যাচে বাকি তারকা প্লেয়ারদের সুন্দরী স্ত্রীদের সঙ্গে দেখা গিয়েছে নেহাকেও।

4 / 5
অজিঙ্ক রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকর - কেকেআরের নতুন সদস্য অজিঙ্ক রাহানের স্ত্রী সুন্দরী রাধিকা ধোপাভকর (Radhika Dhopavkar)। ছেলেবেলা থেকে দু'জনের প্রেম, ভালোবাসা। তারপর বিয়ে। পেশায় রাধিকা ইন্টিরিয়র ডিজাইনার। ২০১৪ সালে রাহানে-রাধিকা সাতপাঁকে বাঁধা পড়েন। তাঁদের একটি ফুটফুটে কন্যাসন্তান রয়েছে।

অজিঙ্ক রাহানের স্ত্রী রাধিকা ধোপাভকর - কেকেআরের নতুন সদস্য অজিঙ্ক রাহানের স্ত্রী সুন্দরী রাধিকা ধোপাভকর (Radhika Dhopavkar)। ছেলেবেলা থেকে দু'জনের প্রেম, ভালোবাসা। তারপর বিয়ে। পেশায় রাধিকা ইন্টিরিয়র ডিজাইনার। ২০১৪ সালে রাহানে-রাধিকা সাতপাঁকে বাঁধা পড়েন। তাঁদের একটি ফুটফুটে কন্যাসন্তান রয়েছে।

5 / 5