In Depth, Mohammed Shami: সুন্দর সফর থেকে ‘সাফার’, মহম্মদ সামির প্রত্যাবর্তন যেন প্রথম হাঁটতে শেখা…
Mohammed Shami Comeback Story: আবারও অপেক্ষা। তবে এই প্রত্যাবর্তন যেন প্রথম বার হাঁটতে শেখার মতোই। বেশ কয়েকবার হোঁচট, উঠে দাঁড়ানো, আবারও মরিয়া চেষ্টা, হোঁচট...চেষ্টা। ঘরোয়া ক্রিকেটে হলেও জাতীয় দলে ফেরার আগে পর্যন্ত পুরোপুরি যেন 'কামব্যাক'ও বলা যাচ্ছে না...।

পেরিয়ে গিয়েছে গোটা একটা বছর। কিন্তু ক্ষত এখনও অক্ষত। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে অল্পের জন্য ট্রফি হাতে তোলা হয়নি রোহিতদের। তবু ওই সফর অন্যতম সেরা অধ্যায় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটে। টানা দশ ম্যাচ জিতে ফাইনাল! যা আগে কখনও হয়নি। এমন অকল্পনীয় সাফল্যে বিশেষ অবদান ছিল মহম্মদ সামির। তাঁকে ঠিক কী বলা যায়? বিশ্বকাপ স্পেশালিস্ট? বললে কি ভুল হবে? লাল-বলেও একইরকম স্পেশাল সামি। বিশ্বকাপ ট্রফি দেশে রাখতে না পারার মাঝে আরও একটা অস্বস্তির শুরু হয়েছিল ফাইনালের পর। সুন্দর সফরের পর মহম্মদ সামির ‘সাফার’। ভেঙে বললে, যন্ত্রণাযাপন! ওয়ান ডে বিশ্বকাপের শুরুতে কাটাতে হয়েছিল বেঞ্চে। এটা যেন ভারতীয় ক্রিকেটে রীতি হয়ে দাঁড়িয়েছিল। ক্যাপ্টেন-কোচ বদলালেও ধারা...
