
ভারতের মাটিতে হইহই করে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এমন অবস্থায়, আজ ১১ এপ্রিল ওয়াঘার ওপারে শুরু হওয়ার কথা পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)। পিএসএল পাকিস্তানের এক ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগ। দশম পিএসএলের উদ্বোধনী ম্যাচের দিন ইসলামাবাদে ঘটেছে বড়সড় অঘটন। টিম হোটেলে অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে ইসলামাবাদের সেরেনা হোটেলে আগুন লাগে। সেই হোটেলেই ছিলেন পিএসএলের একাধিক দলের ক্রিকেটার ও কর্তারা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইসলামাবাদের সেরেনা হোটেলের সবচেয়ে উঁচু তলাতে আগুন লাগার ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে ছিল। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এটি কোনও রকম সন্ত্রাসবাদের হামলা নয়। বরং হোটেলের কুলিং সিস্টেম থেকে আগুন ছড়িয়ে যায়।
Reports of a fire at/near Serena Hotel, Islamabad pic.twitter.com/xjzqKZ11D5
— Yusra Askari (@YusraSAskari) April 11, 2025
সেই হোটেলে পিএসএল খেলতে যাওয়া প্রচুর ক্রিকেটার ছিলেন। তবে তাঁদের কোনও ক্ষতি হয়নি। হোটেলের জরুরি প্রোটোকল অনুযায়ী দ্রুত প্লেয়ার ও কর্তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। হোটেলের ভেতর আগুন ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পাকিস্তান সুপার লিগের সিইও সলমন নাসির বলেছেন, ‘ক্রিকেটার বা কোনও দলের কেউ ক্ষতির সম্মুখীন হননি। আগুন দ্রুত নিভে যাওয়ায় ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে।’
ইসলামাবাদের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির জরুরি বিভাগের পরিচালক জাফর ইকবাল বলেছেন, “৬টি ফায়ার সার্ভিস ইউনিট ও ৫০ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। এবং ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।”